ডাবল সেঞ্চুরি ||||| বিশ্বজিৎ মানিক
কবিতা খোকার দুইশত আজ – হয়ে গেছে পুরোপুরি
এ কবিতা লিখে করে দিল খোকা – ডাবল সেঞ্চুরি
কবিতা লেখার হাতেখড়ি তার – মহামারী করোনা কালে
দু’শতম কবিতা লিখবে সে আজ – লেখা ছিল তার ভালে।
কোনদিন খোকা ভাবেনি কখনো – হয়ে যাবে তার এতো
পানাহার ছেড়ে প্রায় প্রতিদিন – লিখে গেছে অবিরত
প্রাণে পাওয়া যায় কবিতায় স্পন্দন – ছিল না জানা তার আগে
মহামারী কালে শুরু করে লেখা – নিদারুণ অনুরাগে।
কবিতায় ভাব আছে জানা তার – সুর লয় তাল আরো
হয়নি তো খোকা লেখায় কোনদিন – অবসাদে জড়সড়
উৎসাহ তার জুগিয়েছে সিবিএনএ – ছাপা করে শতাধিক
ভালোবাসা তার হয়ে গেছে কবিতায় – হয়তোবা প্রাণাধিক।
ফেসবুকে বাবু দেখে লেখালেখি – সখ লেগে গেছে মনে
কোমরে কাছুটি মেরে তাই খোকা – নেমে গেছে পুরো রণে
যুদ্ধের দামামা অন্তরে ধ্বনিত – কোথায় অস্ত্র বল
শুন্য ঘটিতে খোকাবাবু তবু – লক্ষ্য ভেদে অবিচল।
শুভাকাঙ্ক্ষী তার আছে কতোজন – দিচ্ছে তাগিদ রোজ
ছাপাবে সে বই কোথা পাবে টাকা – রাখছে না কেহ তার খোঁজ
বলে তারা সবে ছাপো খোকা বই – সফলতা এসে যাবে দ্বারে
জেনে যাবে সবে আমাদের খোকাও – কবিতা লিখতে পারে।
গুণগত মান হয়েছে কেমন – পাঠকেরা তাহা জানে
লিখেছে কবিতা খোকাবাবু যাহা – উদিত হয়েছে মনে
ভুল কিছু হলে ক্ষমা করে দিও – আপনার গুণ বলে
লিখে নাই কবিতা খোকাবাবু কিছু – কোন কালে কোন ছলে।
সমাজের চিত্র ফুটিয়ে তুলতে – চেষ্টা করেছে কিছু
লিখে নাই খোকা মাথা হেট করে – করে দিতে কাউকেই নিচু
প্রতিভার ছাপ নেই তার কাছে – হয় যদি কোন ভুল
ক্ষমা করে দিও সবে মিলে তাকে – পারবেনা দিতে সে মাশুল।
মোসাহেবি করে সুবিধা আদায়ে – হয়নি তো খোকা ব্রতী
জলাঞ্জলী তার হয়নি তো দেয়া – বিসর্জিত লালিত নীতি
ক্ষুধার অন্ন জুগিয়েছে ভগবান – একই রূপে চিরকাল
কর্মক্ষেত্রে মান ধরে রেখেছে – হয়নি কখনো নাকাল।
সেঞ্চুরি তার হয়ে গেছে আগে – হয়ে গেছে আজ ডাবল
উৎসাহ পেয়ে বেড়ে গেছে তার – ভঙ্গুর মনোবল
ছাপা হবে বই হয়তোবা বলি – পেনশন পেলে পরে
ততদিন তাকে থাকতেই হবে – প্রতীক্ষা লালন করে।
০৯/০১/২০২১ খ্রিস্টাব্দ।