ডার্ক ওয়েবে দশ কোটি কার্ড ব্যবহারকারীর তথ্য !
প্রায় ১০ কোটি ক্রেডিট এবং ডেবিট কার্ড গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকার। ভারতের ব্যবহারকারীদের এসব তথ্য বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে।
সম্প্রতি এমন দাবি করেছেন দেশটির সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ রাজেশখার রাজাহারিয়া। তথ্যানুযায়ী, বেঙ্গালুরুভিত্তিক ডিজিটাল পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান জুসপের (Juspay) সার্ভার থেকে এসব তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।
জুসপে জানিয়েছে, ২০২০ সালের ১৮ আগস্ট তাদের সার্ভারে একটি অননুমোদিত প্রবেশের চেষ্টা চালানো হয়। তবে এতে গ্রাহকের কার্ড নম্বর, আর্থিক বা লেনদেন বিবরণী বেহাত হয়নি।
প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় অজ্ঞাতনামা কিছুসংখ্যক গ্রাহকের ই-মেইল, মোবাইল নম্বর বেহাত হয়েছে। এদিকে রাজেশখার জানিয়েছে, এসব তথ্য বিটকয়েনের মাধ্যমে বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে। তবে মূল্য অজানা। হ্যাকাররা এসব তথ্য বিক্রির জন্য যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার করছে টেলিগ্রাম।
সূত্রঃ দৈনিক যুগান্তর
বাঅ/এমএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন