ফিচার্ড বিশ্ব

ড. ইউনূসের সঙ্গে ইলন মাস্কের ফোনালাপ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টায় তাদের মধ্যে কথোপকথন হয়। তবে কী নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ দুজনের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা পরে জানানো হবে। পোস্টটি শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এখন দুবাই রয়েছেন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ অংশ নিতে দুই দিনের সফরে সেখানে যান তিনি। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে দুবাই পৌঁছান প্রধান উপদেষ্টা। এবারের সম্মেলন সরকারগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্ব ও বৈশ্বিক মতবিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যকার সেতুবন্ধ সৃষ্টিতে প্ল্যাটফরমটির উদ্যোগ অব্যাহত রাখবে।

সূত্র: দৈনিক দেশ রুপান্তর

এফএইচ/বিডি
সংবাদটি শেয়ার করুন