ড. নীনাকে ওবামার সমর্থন
পেনসিলভেনিয়া স্টেট অডিটর জেনারেল পদে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী বাংলাদেশি-আমেরিকান ড. নীনা আহমেদকে সমর্থন দিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
গত ৩ আগস্ট এক বিবৃতিতে ওবামা উল্লেখ করেছেন যে, নিষ্ঠাবান সমাজ সংগঠক এবং স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনে বিশেষভাবে পারদর্শী, অভিবাসী সমাজেরই শুধু নয় গোটা আমেরিকার সার্বিক কল্যাণে পরীক্ষিত ড. নীনাকে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উল্লেখ্য, ড. নীনা ছিলেন প্রেসিডেন্ট ওবামার এশিয়ান-আমেরিকান বিষয়ক উপদেষ্টা। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। ইতিমধ্যেই দলীয় প্রার্থী বাছাই তথা প্রাইমারিতে বিপুল ভোটে জয়ী হয়েছেন ড. নীনা।
স্টেটভিত্তিক কোন নির্বাচনে এই প্রথম কোন বাংলাদেশি বৃহৎ একটি রাজনৈতিক দলের মনোনয়ন পেয়েছেন। ওবামার সমর্থনের ব্যাপারটি পেনসিলভেনিয়া স্টেটের দল-নিরপেক্ষ ভোটারের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বলে জানা গেছে।
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন