কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের অনুমতি দিলো ভারতের সুপ্রিম কোর্ট।
২০০০ সালের একটি ঘটনার জন্য সিবিআইয়ের সাবেক যুগ্ম পরিচালক নীরজ কুমার এবং পরিদর্শক বিনোদ কুমার পাণ্ডের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিয়ে দিল্লি হাইকোর্টের আদেশ বহাল রেখেছে শীর্ষ আদালত। ক্ষমতার অপব্যবহার করে ভয় দেখানো, হুমকি দেয়া, অবৈধভাবে নথি বাজেয়াপ্ত করার অভিযোগ উঠেছিল সিবিআইয়ের এই দুই কর্মকর্তার বিরুদ্ধে।
ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছিলেন এক ব্যবসায়ীসহ দু’জন। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, দিল্লি হাইকোর্ট আগেই তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছিল। এবার সুপ্রিম কোর্টও সেই নির্দেশই বহাল রাখলো। শীর্ষ আদালতের বিচারপতি পঙ্কজ মিঠল এবং বিচারপতি পিবি ভারালের বেঞ্চ জানিয়েছে, কখনো কখনো তদন্তকারীদের বিরুদ্ধেও তদন্ত করা উচিত। এই পদক্ষেপের সময় এসে গেছে।
বস্তুত, ২০২০ সালের এপ্রিলে কোনেও বাজেয়াপ্তের মেমো তৈরি না করেই জিনিসপত্র বাজেয়াপ্ত করার অভিযোগ উঠেছিল সিবিআইয়ের এক তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে। ওই মেমো তৈরি করা হয়েছিল পরের দিন। পরে হাইকোর্টের একক বেঞ্চ জানিয়েছিল, এই ধরনের ঘটনা সিবিআইয়ের কার্যক্রমবিধির পরিপন্থি। অন্য একটি ঘটনায় দেখা যায়, একটি মামলায় এক অভিযুক্ত জামিনে থাকার পরেও সিবিআই তাকে ডেকে পাঠিয়েছিল। ওই ঘটনায় জবরদস্তি, অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেয়া এবং ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগ উঠেছিল সিবিআইয়ের তৎকালীন ওই যুগ্ম অধিকর্তার বিরুদ্ধে।
দিল্লি হাইকোর্টের একক বেঞ্চ জানিয়েছিল, এই ধরনের আচরণকে শুধুমাত্র প্রক্রিয়াগত ত্রুটি বলে এড়িয়ে যাওয়া যায় না। তাই ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল একক বেঞ্চ। পরে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন সিবিআই কর্মকর্তারা। ২০১৯ সালে তাদের আবেদন খারিজ হয়ে গেলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু শীর্ষ আদালতও হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে। তবে হাইকোর্ট দিল্লি পুলিশের স্পেশাল সেলকে তদন্তের নির্দেশ দিলেও, শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে তদন্তটি দিল্লি পুলিশ নিজেই করবে। তবে সহকারী পুলিশ কমিশনারের পদমর্যাদার নিচে নয় এমন একজন কর্মকর্তা দ্বারা পরিচালিত হতে হবে।
সূত্র: মানবজমিন
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।