থাইল্যান্ডে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। আহত আরও বেশ কয়েকজন।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
এতে বলা হয়েছে, বুধবার সুপহান বুরি প্রদেশের মুয়াং জেলায় ওই বিস্ফোরণ ঘটে।
প্রাদেশিক গভর্নর পিরিয়া চান্দাতাদিলোক ও অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে আরও বিস্ফোরণের শঙ্কায় সাধারণ মানুষদেরকে সেখানে প্রবেশে বাধা দেয়া হয়।
জানুয়ারিতে সুয়াং তায়েং উপ-জেলায় এক আতশবাজির কারখানায় বিস্ফোরণে ২৩ জন নিহত হন।
সূত্র: মানবজমিন
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



