প্রবাসের সংবাদ

দক্ষিণ আফ্রিকায় ফের বাংলাদেশি খুন


দক্ষিণ আফ্রিকায় ফের বাংলাদেশি খুন

দক্ষিণ আফ্রিকায় ফের বাংলাদেশি খুন  হয়েছেন। দক্ষিন আফ্রিকা এখন প্রবাসীদের জন্য একটি ভয়ানক ভয় আর আতঙ্কের দেশ! প্রতিবছরই সেখানে প্রবাসীরা লাশ হয়ে ফিরছেন। জীবন আর জীবিকার জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো আফ্রিকার দেশগুলোতে অনেকেই জীবিকা নির্বাহ করছেন কিন্তু সেখানে অন্যান্য দেশের মতো এত সহজ নয়। সামান্য কারণেই সেখানে সন্ত্রাসী হামলা করে মানুষ হত্যা করা হয়।  সিলেটের গোলাপগঞ্জের জাকির হোসেন (৩৮) নামের এক প্রবাসী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় খুন হয়েছেন। সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টায়  তিনি মারা যান। তার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার শেখপুর গ্রামে। তিনি মৃত কন্টন মিয়ার পুত্র।

জানা গেছে, গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের হপস্টার্ড এলাকায় একটি দোকানে সন্ত্রাসীরা জাকির হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে।   এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলকম মেডিক্লিনিকে ভর্তি করা হয়। গতকাল রবিবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন জাকিরের ফুফাতো ভাই  নুরুল আম্বিয়া। এদিকে জাকির হোসেনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জাকির ৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকার বসবাস করছিলেন। তার একটি মেয়ে সন্তান রয়েছে।

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন