বিশ্বের সবচেয়ে বেশি বেতন কার, এমন প্রশ্ন করলে হয়তো বড় কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কথা মাথায় আসবে। তবে সুন্দর পিচাই কিংবা ইলন মাস্করা নন, সবচেয়ে বেশি বেতন পাওয়া কর্মীর নাম জগদীপ সিং।ভারতীয় বংশোদ্ভূত এই ব্যক্তির বার্ষিক বেতন ১৭ হাজার ৫০০ কোটি রুপি, দৈনিক হিসেবে যা ৪৮ কোটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৬৮ কোটি রুপিরও বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাণকারী প্রতিষ্ঠান কোয়ান্টামস্কেপের প্রতিষ্ঠাতা জগদীপ। দিল্লির বাসিন্দা জগদীপ মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক হন। এরপর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাস করেন। এছাড়াও তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
হিউলেট প্যাকার্ড (এইচপি) এবং সান মাইক্রোসিস্টেম-সহ বিভিন্ন সংস্থায় কাজের মাধ্যমেই কর্মজীবন শুরু করেন জগদীপ। ১৯৯২ সালে তিনি ‘এয়ারসফ্ট’ নামে একটি সংস্থা তৈরি করেন। এরপর ২০১০ সালে প্রতিষ্ঠা করে ফেলেন ‘কোয়ান্টামস্কেপ’ নামক একটি সংস্থা। তিনি দীর্ঘ দিন সংস্থার সিইও হিসাবে দায়িত্ব পালন করেছেন। তবে এখন তিনি আর সিইও পদে নেই।
তার লিংকডইন প্রোফাইল অনুযায়ী বর্তমানে তিনি অন্য একটি স্টার্টআপের প্রধান নির্বাহী।
সূত্র : দৈনিক আমাদের সময়