দুর্নীতিবাজদের বিরুদ্ধে টরন্টোতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বেসিক ব্যাংক থেকে নামে বেনামে ভুয়া কাগজপত্র ও জলিয়াতির মাধ্যমে কেউ কেউ শত শত ও হাজার হাজার কোটি টাকা কানাডায় পাচার করে রাজকীয় ভাবে বসবাস করছে।এদের বেশীর ভাগই বৃহত্তর টরন্টোর আভিজাত এলাকায় (বেগম পাড়া নামে খ্যাত) আলিশান বাড়ি, দামী ব্রান্ডের একাধিক পোরশ, বিএমডব্লিউ, ম্যারসিডিজ বেন্জ গাড়ি, সপিং প্লাজা, একাধিক গ্যাস ষ্টেশন সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছে।
অতি সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় ব্যাংক থেকে কানাডায় অর্থ পাচারকারীদের জালিয়াতির বিস্তারিত বিবরন বের হলে টরন্টোতে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির মধ্যে তীব্র ক্ষোব ও প্রতিবাদ শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ক্ষোভ অব্যহত রয়েছে । গতকাল বিকেলে প্রচন্ড শৈত্যপ্রবাহ এবং বৈরী আবহাওয়ার মধ্রে বিপুল সংখ্যক প্রবাসীরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে টরন্টোতে মানব বন্ধন করেছেন। বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন পেশার শত শত মানুষ তীব্র শীতকে উপেক্ষা করে বরফ আছন্ন বাঙালী অধ্যুষিত ড্যানফোর্থে প্রতিবাদী মানব বন্ধন তৈরী করে। মানব বন্ধন থেকে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে বাংলাদেশ ও কানাডা সরকারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্হা সহ পাচারকৃত অর্থ দেশে ফেরত পাঠানোর জন্য তীব্র দাবী জানান। অর্থ পাচারকারী প্রতিবাদ কারীদের বিরুদ্ধে ব্যবস্হা নেয়ার হুমকি দিয়েছেন জানতে পেরে আন্দোলনেকে আরো জোরদার করার প্রত্যয় ব্যাক্ত করেন। আগামী ২৪ শে জানুয়ারী বিকেল ৫ টায় টরন্টোর ড্যানফোথে মিজান কমপ্লেক্স এ সার্বজনীন প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
-সংবাদ বিজ্ঞপ্তি