দেবযানী গুপ্ত-এর গুচ্ছ কবিতা
প্রেম
চোখে চোখ,
মুহুর্মুহু নিঃশ্বাসর গভীরতায়,
সোনালী আলোয় কৃষ্ণচূড়া ঝরা সন্ধ্যায়,
বাইরে কালবৈশাখীর দাপট
অন্তরে হিমেল হাওয়া স্রোত;
আর স্পর্শের ব্যাকুলতা…
অবিরত প্রেম ধরা দিয়েছিল –
মনখারাপের বারান্দায়।
——————————————————–
প্রশ্ন
তুমি কি এখনো একই রাস্তা দিয়ে যাও,
নাকি অফিস যাওয়ার রাস্তাটা বদলে ফেলেছ?
এখনো পুরোনো গান শোন?
নাকি ভালো লাগা গানগুলোও বদলে ফেলেছ।
এখনও রাধাচূড়া ঝরা রাস্তায়
শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাও?
দক্ষিণা হাওয়ারা দোলা দিয়ে যায় তোমার চুলে?
নাকি হাওয়ার পথও এখন পরিবর্তন হয়েছে?
————————————————————
আঘাত
সবাই আঘাতটাই দেখে !!
আঘাতের পশ্চাতে কত প্রত্যাঘাত আসে,
একটা সত্যি ঢাকতে চেয়ে হৃদয়ের মৃত্যুও ঘটে,
মনের ভেতর জমে থাকা আগ্নেয়গির উদগীরনের যন্ত্রণা,
আকাশ ভাঙ্গা বৃষ্টিতে সবকিছু তছনছ হয়ে যাওয়া চারিদিক,
কেউ দেখে না
সে বৃষ্টিতে আর কেউ ভেজে না!
শুধু নিজেকে ভাসিয়ে নিয়ে যেতে হয় অবিরাম…