দেশের সংবাদ ফিচার্ড

ধর্মের নামে আরেক ফ্যাসিস্টকে মানবে না জনগণ: রিজভী

ছবি: সংগৃহীত

ধর্মের নামে আরেক ফ্যাসিস্টকে মানবে না জনগণ: রিজভী

এক ফ্যাসিস্টকে দমন করতে গিয়ে ধর্মের নামে আরেক ফ্যাসিস্ট কড়া নাড়বে দরজায়, এটা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ধামরাইয়ের শরীফবাগ এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নতুন সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন প্রচারণার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা সভা করে বলেছিল, যারা আন্দোলন করছে তাদের একবারে শেষ করে দাও। ভাইরাল হয়েছে তার এই বক্তব্য। কয়দিন আগেও তার বক্তব্য ভাইরাল হয়েছে। দেশের মানুষ সে বক্তব্য শুনেছে। সে বক্তব্য এডিট করা নয়। শেখ হাসিনার ওই বক্তব্য বিবিসি নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছে, ওটা শেখ হাসিনার নিজের কণ্ঠস্বর। যে মহিলা নিজ দেশের সন্তান, ছাত্র ও বাচ্চাদের গুলি করে মাটিতে মিশিয়ে দেওয়ার নির্দেশ দেয়, সে কত বড় রক্তপিপাসু, এটা জনগণ জানেন।

তিনি বলেন, যারা মব কালচারের মধ্যে থাকে, ডাকাতি, চুরি, চাঁদাবাজির সঙ্গে যাদের সম্পর্ক, তারা কেউ বিএনপির সদস্য হতে পারবে না‌‌। সমাজে যারা শান্তিপ্রিয়, ভদ্র মানুষ, সচ্ছল মানুষ তারাই হবে বিএনপির সদস্য।

ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফ, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ। –বাংলাদেশ জার্নাল

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন