দেশের সংবাদ ফিচার্ড

নেত্রকোনার পালাকার বাউল  মিলন বয়াতি  গুরুতর অসুস্থ

নেত্রকোনার পালাকার বাউল  মিলন বয়াতি  গুরুতর অসুস্থ

জেলার বিশিষ্ট পালাকার বাউল  মিলন বয়াতি  অসুস্থ। গত ১৫ জুলাই রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার ডান হাত ও ডান পা বর্তমানে অনূভুতিহীন। এই অবস্থায় আর্থি্কভাবে  অভাব অনটনের মধ্যেই দিনাতিপাত করছেন।তার চিকিৎসার  জন্য আর্থিক সহায়তা প্র্রয়োজন ।

জননন্দিত বাউল মিলন বয়াতি নেত্রকোনা  সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের ছেওপুর গ্রামের বাসিন্দা।  অসুস্থতার কারণে তিনি কেন্দুয়ার নোয়াপাড়ায় মেয়ের বাড়িতে অবস্থান করছেন। উন্নন চিকিৎসা সেবা পেলে তিনি সুস্থ হয়ে  উঠবেন বলে পরিবারে সদস্যদের অভিমত।
করোনা মহামারীতে  গান-বাজনা, পালা অনুষ্ঠান সব বন্ধ থাকায় এমনিতেই আর্থিকভাবে অস্বচ্ছল মিলন বয়াতি আরো বেশি অর্থকষ্টে দিনাতিপাত করছেন। খেয়ে না খেয়ে জীবন ধারণ করছেন।

মিলন  বাউল বলেছেন, অভাব-অনটনেরনের মধ্যে সংসারের নানা রকম অশান্তির কারণে মানসিকভাবে তিনি অনেকটাই ভেঙ্গে পড়েছি।। করোনার  আগে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে পারতেন। সম্মানী হিসেবে যা পেতেন তাই দিয়ে সংসার চালাতেন। এখন সেই পথও বন্ধ। তাই তিনি অসুস্থ হয়ে পড়েন।

মিলন বয়াতি  সুনামের সাথে  সারা দেশে পালা গানের নান্দনিক উপস্থাপনার মাধ্যমে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। তিনি সারা জীবন লোকসংস্কৃতির চর্চার মাধ্যমে বেঁচে থাকতে চান। কোনকালেই অর্থের প্রতি তেমন কোনো ঝোঁক ছিল না তার। পালাগান করে মানুষকে আনন্দ দিতেই বেশি ভালোবাসেন। যে কারনে সংসারে সবসময় টানাপোড়েন লেগেই থাকে। তিনি সবসময় পালা গানকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন।

নেত্রকোনা  জেলা প্রশাসক কাজী মোঃ আবদুর রহমান বলেন, মিলন বয়াতির অসুস্থতার খবর পেয়ে তাকে তাৎক্ষণিকভাবে ১০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছি।  তাকে বিভিন্নভাবে সহায়তার আশ্বাস প্রদান করেন তিনি।

মিলন বয়াতির  কান্নাজড়িত কণ্ঠে বলেন, বর্তমানে চরম এই সংকটে জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে এইটুকু আর্থিক সহায়তা পেয়ে তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানান।

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন