শহরের পাশ ঘেঁষে – আছে কতো হাওর।
বর্ষাকালে হাওর গুলো – জলে যায় ভরে।
পাশে আছে থোকা থোকা – কচুরির ঝোপ।
হাওরের রুদ্ররূপ – দেখা হয়নি আর।
উড়ে যেতে দেখা যায় – পাখিদের ছাও।
হাওরের পাশ পথে – হাঁটা হয় সকালে।
দেয় কিছু বিরতিটা – রিভার ভিউ ঘাটে।
দোকানের দ্বার গুলো – তখনো তো সাটা।
জেলে ভাই তুলে জাল – ডানে বাঁয়ে ঝোঁকে।
সকালের হাঁটা কালে – করা যায় আচ।
মাছ নিয়ে আসে কেহ – ডাঙার উপর।
মাছ দেখে ভালো লাগে – যাই কাছাকাছি।
সস্তায় পাওয়া যায় – নানা জাতের মাছ।
মুখে দিলে মনে হয় – খাই যেন খাসি।
কেনা হয় জেতা মাছ – যাহা মন চায়।
মাছ ধরে জেলে ভাই – সেই পথে বেঁচে।
ঘুম থেকে উঠে সেই’ – রাস্তায় যায়।
এ জেলার প্রাণ মাছ – সব লোকে বলে।
০৮/০৯/২০২০ খ্রিস্টাব্দ।
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন