দেশের সংবাদ ফিচার্ড

নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলে মামলা, আসামি ৪৩

নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলে মামলা, আসামি ৪৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরে ঝটিকা মিছিল করার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪৩ নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলাটি করে। এ ঘটনায় আটক হওয়া পাঁচজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার পাঁচজন হলেন চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার নুর নবী ওরফে রাজু (৩১) ও আবদুল আহাদ (১৮), শরিফুল ইউনিয়নের বাবুনগর গ্রামের মো. শ্রাবণ (১৯), চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামের জাহিদুল হাসান (১৯) ও সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের মো. আরমান (১৯)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি ফেস্টুন ও তিনটি লাঠি উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলার বিষয়টি বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে চৌমুহনী রেলস্টেশন এলাকা থেকে মিছিলটি বের হয়। রেললাইনের পশ্চিম পাশের সড়ক হয়ে রেলগেট অতিক্রম করে শহরের ব্যস্ততম ফেনী-চৌমুহনী মহাসড়কে ওঠে মিছিলটি। হাতে ছিল ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ব্যানার। প্রায় ২৫ থেকে ৩০ জন কিশোর ও তরুণ মিছিলে অংশ নেন। মিছিলটি মহাসড়কের প্রায় ২০০ গজ অতিক্রম করে শহরের হাসান সড়কের মাথায় গিয়ে শেষ হয়।

সূত্র: ইত্তেফাক

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন