পরাশক্তির ভরাডুবির এ দৃশ্য দেখাটা মোহনীয়!
যুক্তরাষ্ট্রের নির্বাচনের ঘটনাবলীর ওপর গভীরভাবে নজর রেখেছে রাশিয়ার গণমাধ্যম আর রাজনীতিবিদরা। দেশটির এক সংসদ সদস্য মার্কিন নির্বাচন নিয়ে বলেছেন, পরাশক্তির ভরাডুবির এ দৃশ্য দেখাটা মোহনীয়!
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ক্ষমতাসীন কিছু ব্যক্তি মনে করেন যে, যুক্তরাষ্ট্রের দ্বিধা-দ্বন্দ্ব, মামলা-মোকদ্দমা আর সাধারণ নির্বাচন পরবর্তী বিশৃঙ্খলা থেকে লাভবান হতে পারে মস্কো।
ভূ-রাজনীতিকে তারা শূন্য-ফলাফলের একটি খেলা মনে করেন যাতে প্রতিপক্ষ দুর্বল, মানে হচ্ছে অন্যপক্ষ শক্তিশালী। তাদের হিসাব, যুক্তরাষ্ট্রে ঐক্যবদ্ধ না থাকলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ না করে বরং নিজেদের সমস্যা নিয়েই ব্যস্ত থাকবে।
তবে রাশিয়ার সবাই এ চিন্তা করে না। রাশিয়ার রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে এমন অনেকে রয়েছেন, যারা মনে করে, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল আমেরিকার কাছ থেকে বেশি লাভবান হওয়া সম্ভব। আর একজন দৃঢ় মার্কিন প্রেসিডেন্টই রাশিয়া ও মার্কিন সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টিতে জয় দরকার। ৫০ অঙ্গরাজ্যের মধ্যে ৪৫টির ফল ঘোষণা করা হয়েছে। এতে এ পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৬৪ ইলেকটোরাল ভোট। আর ট্রাম্প পেয়েছেন ২১৪টি। প্রেসিডেন্ট হতে বাইডেনের দরকার ৬ ইলেকটোরাল ভোট, আর ট্রাম্পের দরকার ৫৬টি।
-যুগান্তর থেকে
এসএস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন