এসো এলোচুল এসো প্রিয় খোলাচুল
যাও তুমি এলোচুল যাও খোলাচুল
উত্থান হইতে হোক চরম পতন
প্রিয় ধারাপাত আহা পরম প্রপাত
বরষার ভেলা ওহো মেঘের ভাসান
গহন গহিন কী যে আঁধার অতল
রেশমি তিমির হায় চোরাবালি তীর
খোঁপা খুলে রও বুনো বেণী খুলে বও
এলোকেশী খেলা মেলা পঙ্ক্তির মতন
বুকে পিঠে চারু ওই বিনুনির কারু
অকস্মাৎ কী কৃষ্ণবিবর !