Related Articles
শেষ প্রেসক্রিপশন | পুলক বড়ুয়া
শেষ প্রেসক্রিপশন | পুলক বড়ুয়া প্রিয়তমা, এই করোনায় আমাকে আর প্রেম করতে বলো না । পিরিতি নয়, পীড়ায় এখন আমরা উদ্বিগ্ন । তোমার চারপাশে তাকিয়ে দেখ । কী পীড়ন । নিপীড়ন । করোনায় প্রণয় নয়, জীবন-জীবিকার অনিশ্চয়তায়, অস্থিরতায়, টানাপড়েন-দোদুল্যমানতায় সময় এখন জবুথবু, হিমশিম । একসময়, এর আগে, সবাই যার যার মতো ভালোই ছিলাম । এখন […]
মধুবন চক্রবর্তী-এর কবিতাগুচ্ছ
মধুবন চক্রবর্তী-এর কবিতাগুচ্ছ ভাল লাগে কারও কাছে গেলে ভাল লাগে , সত্যিই খুব ভাল লাগে। ফুল ফুটবে না জেনেও রোজ বিকেলে কাছে এসে বসে টুকুদা পাথরের জমিতেই ফুল চাষ করে। বিশ্বাস, একদিন প্রতিধ্বনি ফিরে পাবেই। তিস্তার বিষন্নতা হাঙরের মতো গিলতে আসবে জেনেও হরিয়াল পাখিগুলো পাহাড় ভেঙে ঝর্নাকে ফেলে রেখে নদীতে জল খেতে নামে। বিষন্নতা সান্দ্র […]
সমাধি ||||| পুলক বড়ুয়া
সমাধি ||||| পুলক বড়ুয়া পৃথিবীতে কী কেউ নেই কিছু নেই কোনো সাড়া নেই শব্দ নেই কোথাও কাউকে দেখি না কিচ্ছু শুনি না কোনো নড়ন চড়ন নেই চিৎকার চেঁচামেচি নেই হা হুতাশ নেই আস্ফালন নেই— সবাই কী মরে গেছে খতম কেউ আর ভালো বলবে না কেউ আর মন্দ বলবে না রাজা কে প্রজা কে— পাইক পেয়াদা […]