পুলক বড়ুয়া
পুলক বড়ুয়া |||| রূপসাগরে ডুব সাঁতারে
তোমাকে পেলে বা আমাকেই পেলে তুমি
পুলক বড়ুয়া
বেশ তো তোমার হাতেখড়ি হব, বাল্যশিক্ষা হব
প্রাথমিক পাঠ হব
নূপুরের মতোন তোমার পায়ের ঘুঙুর হব
তোমার শিখন হব
তোমার বুকের গহনে গহীনে
আমাকে ডুবিয়ে রেখ
আমি ডুব সাঁতারে তোমার রূপসাগরে নামব
সাদা কাগজে, খাতার ‘পরে—ক্যানভাসে
আমাদের সাজাব, গড়ব
কাটাকুটি করব, ছিঁড়ব
নবীন উপমা, প্রতীকে, রূপকে, বাকপ্রতিমায়
উৎপ্রেক্ষায়, জড়িয়ে ধরব
যৌথ ওষ্ঠে তুলে নেব
শব্দের পরাগ কথার চরণ মৌতাত থাকবে
লেগে কাঁচা অঙ্গে
আমাদের কোরাস কোথায়
থামবে, কিছুতে জানি না, আমরা জানতে চাই না
বর্ণমালা, শব্দমালা, পঙ্ক্তিমালা—করোটি-কুন্তলে
গলে, হাতে ও কোমরে, চরণে জড়াব !