পুলক বড়ুয়া |||| সবগুলো তুমি
তুমি কঞ্চি নও তার মতো ছিপছিপে
তুমি পাটকাটি নও তার মতো লিকলিকে
তুমি তালগাছ নও তার মতোন দীর্ঘাঙ্গী
তন্বী তনুতরঙ্গে তোমার
নির্দোষ নজর
গড়িয়ে অগত্যা হাবুডুবু খায়, লুটোপুটি যায়
বইয়ের পাতার মতোন ভাঁজে ভাঁজে
পথের মোড়ের মতো বাঁকে বাঁকে
দৃষ্টিপাত নয় দৃষ্টিপাঠ
আলপথে ছুটে যাওয়া হাওয়া তুমি
অবারিত সবুজিমা-শ্যামলিমা ঢাকা
তুলো তুলো পেঁজা-মেঘ, শারদীয় নীলাকাশ
ডায়েরির পাতাগুলো
কবিতার খাতাগুলো
কবিতার কথাগুলো