ফিচার্ড বিশ্ব

প্যারাসিটামল ও অটিজম নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ডব্লিউএইচও

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

প্যারাসিটামল ও অটিজম নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ডব্লিউএইচও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করলে শিশুর অটিজম হতে পারে বলে যে মন্তব্য করেছেন, তা সরাসরি নাকচ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, জ্বর ও ব্যথার জন্য ব্যবহৃত এই ওষুধের সঙ্গে অটিজমের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, গত এক দশকে প্যারাসিটামল এবং অটিজমের মধ্যে সম্ভাব্য যোগসূত্র নিয়ে ব্যাপক গবেষণা চালানো হয়েছে, কিন্তু কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

বিশ্বজুড়ে প্যারাসিটামল নামে পরিচিত এই ওষুধটি যুক্তরাষ্ট্র ও জাপানে অ্যাসিটামিনোফেন এবং যুক্তরাষ্ট্রে ‘টাইলেনল’ নামে বিক্রি হয়। ট্রাম্প তার সোমবারের সংবাদ সম্মেলনে বলেছিলেন, “আমি সরাসরি বলতে চাই, টাইলেনল নেবেন না। এটি সেবন করবেন না।” তিনি শিশুদের টিকাদান প্রসঙ্গেও মন্তব্য করেন এবং তার দপ্তর থেকে অটিজমের চিকিৎসার জন্য লিউকোভোরিন নামক ভিটামিন বি৯ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

ট্রাম্পের এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো। ‘কোয়ালিশন অব অটিজম সায়েন্টিস্টস’ এক বিবৃতিতে বলেছে, “এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যপ্রমাণে বলা যায় না যে, প্যারাসিটামল অটিজমের কারণ। অটিজমের চিকিৎসায় লিউকোভোরিনের কার্যকারিতা নিয়েও কোনো তথ্য পাওয়া যায় না। এ ধরনের বক্তব্য কেবল মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে এবং মিথ্যা আশার জন্ম দেয়।”

টাইলেনলের প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেনভিউ এক বিবৃতিতে ট্রাম্পের ঘোষণার সঙ্গে ‘জোরালোভাবে’ দ্বিমত পোষণ করে বলেছে, “আমরা বিশ্বাস করি যে, স্বাধীন ও নির্ভরযোগ্য বিজ্ঞান স্পষ্টভাবে দেখিয়েছে যে অ্যাসিটামিনোফেন/প্যারাসিটামল সেবনে অটিজম হয় না। এর বিপরীতে যেকোনো বক্তব্যের সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি।”

তারা আরও জানায় যে, গর্ভবতী মা ও অভিভাবকদের জন্য যে স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে, তাতে তারা গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জানিয়েছে যে, ট্রাম্পের এই দাবিকে সমর্থন করার মতো কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গর্ভবতী নারীদের যেকোনো স্বাস্থ্য সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছে।

-বাংলাদেশ জার্নাল

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন