প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের উষ্ণ অভিনন্দন: বাংলাদেশের জন্য ইউ’র জিসপি প্লাস বাণিজ্য সুবিধা ২০২৯ সালের পরও অব্যাহত রাখতে স্পেনের সমর্থনের অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি গতকাল মাদ্রিদে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক সেক্রেটারি অফ স্টেট (প্রতিমন্ত্রী) ইভা মারিয়া গ্রানাদোস গালিয়ানোর সাথে তাঁর দপ্তরে ফলপ্রসূ বৈঠক করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের প্রেক্ষিতে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রেরিত উষ্ণ অভিনন্দনবার্তার জন্য রাষ্ট্রদূত দেশটির সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। স্পেন ও বাংলাদেশ উভয় দেশেই সম্প্রতি পুনঃনির্বাচিত নতুন সরকারের দায়িত্বগ্রহণের প্রেক্ষাপটে সামনের দিনগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর হবে বলে বৈঠকে প্রত্যয় ব্যক্ত করা হয়। রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রার বিষয়ে সেক্রেটারি গালিয়ানোকে অবহিত করেন এবং বাংলাদেশের প্রতি ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস বাণিজ্য সুবিধার মেয়াদ ২০২৯ সালের পরেও বর্ধিত করার ক্ষেত্রে অন্যান্য উন্নয়ন সহযোগীদেরকে ইতিবাচকভাবে প্রভাবিত করার লক্ষ্যে স্পেনকে অনুরোধ জানান। এছাড়া, স্পেন ও বাংলাদেশের মধ্যে বর্তমানে প্রক্রিয়াধীন কতিপয় সমঝোতা স্মারক ও চুক্তি দ্রুত স্বাক্ষরে সেক্রেটারি গালিয়ানোর সহায়তা কামনা করেন রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের (রোহিঙ্গা জনগোষ্ঠী) স্বদেশে প্রত্যাবর্তনে স্পেনের সমর্থন জোরদারের আহ্বানও জানান। এই ইস্যুতে বাংলাদেশের প্রতি স্পেনের সমর্থন অব্যাহত থাকবে মর্মে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে সেক্রেটারি গালিয়ানো জানান, গত বছর ইইউ ফ্রেমওয়ার্কের আওতায় স্পেন রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রমে ০.৮ মিলিয়ন ইউরোর আর্থিক সহায়তা প্রদান করেছে। তিনি বাংলাদেশে স্প্যানিশ ভাষা শিক্ষা কার্যক্রমে সহযোগিতা প্রদানে স্পেন সরকারের আগ্রহের কথা উল্লেখ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশে Spanish Agency for International Development Cooperation (AECID) এর সহযোগিতা কর্মসূচী আরও সম্প্রসারণের বিষয়ে অভিমত ব্যক্ত করেন। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
Spain’s President Pedro Sánchez warmly congratulates Prime Minister Sheikh Hasina: Ambassador Mohammad Sarwar Mahmood, ndc requests Spanish support to Bangladesh for extension of EU’s GSP+ trade preferences beyond 2029
Bangladesh’s Ambassador to Spain Mohammad Sarwar Mahmood, ndc held a fruitful meeting with the newly appointed Spanish Secretary of State for International Cooperation (State Minister) Eva Maria Granados Galiano yesterday at the Ministry of Foreign Affairs, European Union and Cooperation in Madrid. The Ambassador thanked the Government of Spain for the warm congratulatory message from President Pedro Sánchez addressed to Prime Minister Sheikh Hasina following her landslide victory in the elections to the 12th National Parliament of Bangladesh. Now that both Spain and Bangladesh have newly re-elected governments in office, the two sides expressed the conviction that the cordial bilateral relations would be further strengthened and widened in the days to come. The Ambassador briefed Secretary Galiano about the spectacular forward march of Bangladesh led by Prime Minister Sheikh Hasina and requested Spain to persuade other development partners in the EU to extend the GSP+ trade preferences to Bangladesh beyond 2029. He also requested the Secretary’s good offices in facilitating the early signing of several bilateral instruments under process. He particularly called for Spain’s proactive support to Bangladesh’s stance on the repatriation of the forcibly displaced Myanmar nationals (Rohingya people). Secretary Galiano assured him of Spain’s continued support to Bangladesh on the issue and informed that last year Spain, under the EU’s assistance framework, provided 0.8 million euros for the education of the Rohingya children. She expressed Spain’s keen interest in facilitating and promoting the learning of the Spanish language in Bangladesh. The Ambassador called for closer engagement between Bangladesh and the Spanish Agency for International Development Cooperation (AECID). The meeting was held in a very cordial atmosphere.
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।