প্রবাসের সংবাদ ফিচার্ড

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াল সৌদি আরব

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াল সৌদি আরব

সৌদি আরব দেশের বাইরে থাকা প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়িয়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে থাকা সৌদিপ্রবাসীদের ভিসা, এক্সিট ভিসা, রি-এন্ট্রি ভিসাসহ রেসিডেন্স পারমিটের (ইকামা) মেয়াদ কোনো ফি বা জরিমানা ছাড়াই আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সৌদি বাদশাহ সালমানের নির্দেশে ওই উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি পাসপোর্ট বিভাগ জানায়, স্বয়ংক্রিয়ভাবে ওই মেয়াদ বাড়ানো হবে। এ জন্য কাউকে পাসপোর্ট অফিস বা সংশ্লিষ্ট দপ্তরে যেতে হবে না। নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির কারণে যেসব দেশ থেকে সৌদি আরবে যাওয়া যাচ্ছে না তাদের ‘ইকামার’ মেয়াদ বাড়ানো হয়েছে। একই সঙ্গে ওই দেশগুলোতে অবস্থানকারীদের ‘ভিজিট ভিসার’ মেয়াদও বাড়ানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন