সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে প্রভাবশালী তারকার তালিকায় পরীমনি : ফোর্বস
ফোর্বস ম্যাগাজিনের অনলাইন ভার্সনে পরিমনি সম্পর্কে লেখা হয়েছে, ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে তার। আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমার মাধ্যমে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে তিনি সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার অর্জন করেন। এখন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন।
আমেরিকান প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ফোর্বস। সম্প্রতি ম্যাগাজিনটি ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’ শীর্ষক তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি গ্ল্যামারাস অভিনেত্রী পরীমনি। তবে নামের সঙ্গে পরীমনির কোনো ছবি ছিল না।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের গায়ক, ব্যান্ড, সিনেমা এবং টিভি তারকা- যারা ডিজিটাল দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন, তারাই ফোর্বস এর তালিকায় স্থান পেয়েছেন। পর্দা এবং মঞ্চের পাশাপাশি এসব সেলিব্রিটি অনলাইনে বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল সংখ্যক নেটিজেন তাদের অনুসরণ করেন। তালিকাটি অনুক্রম অনুযায়ী করা হয়নি। করোনার এই মুহুর্তে সবাই ঘরে অবস্থান করছেন। এই সেলিব্রিটিরাও তাই করছেন। কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ভক্তদের তারা সচেতন করছেন এবং অনপ্রেরণা দিচ্ছেন।
গত সোমবার (৭ ডিসেম্বর) ফোর্বস ম্যাগাজিনের অনলাইন ভার্সনে তালিকাটি প্রকাশ হয়েছে। সেখানে পরীমনি সম্পর্কে লেখা হয়েছে, ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে তার। আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমার মাধ্যমে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে তিনি সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার অর্জন করেন। এখন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন।
ফোর্বস এর তালিকায় প্রথমে রয়েছে, দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’। এরপর রয়েছেন চাইনিজ গায়ক ও অভিনেতা জ্যাকসন ইয়ে। তৃতীয় অবস্থানটি থাইল্যান্ডের অভিনেত্রী দাভিকা হর্নে’এর। চতুর্থতে রয়েছেন, বলিউড তারকা অমিতাভ বচ্চন।
অমিতাভ ছাড়াও বলিউডের আরও যেসব তারকা রয়েছেন, তারা হলেন, অক্ষয় কুমার, শাহরুখ খান, রণবীর সিং, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, শ্রেয়া ঘোষাল, শহীদ কাপুর, রণবীর সিং, ঋত্বিক রোশন, মাধুরীসহ বেশ কয়েকজন। তালিকায় রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, গায়ক আতিফ আসলাম।
পরীমনি এখন ‘বিশ্বসুন্দরী’ ছবিটির প্রচারণা নিয়ে ব্যস্ত। আগামী ১১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। এছাড়াও তিনি ব্যস্ত রয়েছেন ইতিহাসনির্ভর ছবি ‘প্রীতিলতা’র শুটিং নিয়ে।
এত ফোন আর মেসেজ পাচ্ছিলাম নিজেও বুঝতে পারিনি কি হয়েছে : পরীমণি
‘হঠাৎ করেই দুপুরের পর থেকে এত ফোন আর মেসেজ আসা শুরু হলো নিজেও বিভ্রান্ত হয়ে গেলাম। তখন আমি ব্যস্ত বিশ্বসুন্দরী সিনেমার প্রমোশন ও অন্যান্য কাজে। কিন্তু হঠাৎই দেখি সবাই ফোন আর মেসেজ দেওয়া শুরু করেছেন। ব্যস্ততার কারণে ফোন আর মেসেজে রেসপন্স করছিলাম না। প্রথম অবস্থায় নিজেও বুঝতে পারিনি হুট করে সবার এত ফোন আর মেসেজ কেন? এটা বুঝতে সময় লেগেছে বেশ কিছুক্ষণ। আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি, খবরটি কি আসলেই সত্যি। সত্যিই কি আমি ফোর্বসের সেরা ১০০ ডিজিটাল তারকার তালিকায় জায়গা পেয়েছি..!’ একমাত্র বাংলাদেশি হিসেবে ফোর্বসের ডিজিটাল তারকা’র তালিকায় স্থান পাওয়া প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনের কাছে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করছিলেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি।
তিনি বলেন, ‘যখন দেখলাম যে নিউজটা আসলেই সত্য, তখন অন্য রকম একটা ভালো লাগা কাজ করেছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। মূলত আমাকে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে ফলো করে তাদের জন্যই আজকের এই স্বীকৃতি। ভাবতেই ভালো লাগছে, আমাকে যে পর্যায়ের বা কাতারের তারকাদের সাথে অনার বা সম্মানিত করা হলো- তারা আমার তথা বিশ্বের সবার কাছেই আইকন। তাদের সঙ্গে ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় আমার নাম আসা খুবই আনন্দের।’
সোমবার প্রকাশিত আমেরিকান বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’-এ এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে জায়াগা করে নিয়েছেন ঢাকাই ছবির লাস্যময়ী চিত্রনায়িকা পরীমণি। যেখানে পরীমণি সম্পর্কে লেখা হয়, ‘‘ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে মণির। আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার জিতেন তিনি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্র-সহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এখন।’’
-এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন