ফিচার্ড সাহিত্য ও কবিতা

প্রসাদ সিং-এর দু’টি কবিতা

প্রসাদ সিং-এর দু’টি কবিতা

॥ ক্ষণস্থায়ী ॥


আয়ু শেষ হলে
ঘুম আসে
যৌন সংগম শেষ হলেও
ঘুম আসে
জীবনের স্থায়িত্ব বেশি নয়
শেষ হয়ে যায়
একটি আর্তনাদে
শেষ হয়ে যায়
একটি শীৎকারে


                           ॥ সূক্ষ্ণ ॥ 

                       


সূক্ষ্ণ বলতে অনেক কিছুই বুঝতাম
ঘাসের ডোগা
ফুলের পাপড়ির প্রান্ত
কলমের নিব
ছুরির ফলাও
তুই ছুঁয়ে চলে গেলি
এখন সূক্ষ্ণ বলতে বুঝি
শুধু তোর
              স্প
                   র্শ


সংবাদটি শেয়ার করুন