ফিলিপাইনে জোড়া বিস্ফোরণে নিহত বেড়ে ১৫, আহত ৭৫
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে জোড়া বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৭৫ জন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছে। গতকাল সোমবার মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জঙ্গি গোষ্ঠী আইএস সংশ্লিষ্ট আবু সায়াফ নিয়ন্ত্রিত জোলো দ্বীপে এক ঘন্টার ব্যবধানে এ জোড়া হামলার ঘটনা ঘটে। হামলায় নিহতদের মধ্যে ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, বাকি ৬ জন বেসামরিক নাগরিক এবং একজন হামলাকারী। এছাড়াও ২৭ নিরাপত্তা কর্মী এবং ৪৮ বেসামরিক নাগরিক আহত হয়।
এ হামলার ঘটনায় এরই মধ্যে তদন্তকাজ শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ। দেশটির রাষ্ট্রপতির মুখপাত্র হ্যারি রোক বলেন, জোলায় বিস্ফোরণের ঘটনাকে তীব্রভাবে নিন্দা জানাই। হামলার সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। সূত্র : খালিজ টাইমস।
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন