কানাডার সংবাদ

কানাডায় শিশুকে মাস্ক না পরানোয় পুরো ফ্লাইট বাতিল

ফ্লাইট বাতিল

শিশুকে মাস্ক না পরানোয় পুরো ফ্লাইট বাতিল করেছে কানাডার একটি এয়ারলাইনস। মঙ্গলবার কানাডার ক্যালগারি থেকে টরেন্টো অভিমুখী ছিল ওয়েস্টজেট কোম্পানির ওই ফ্লাইটটি।

ওয়েস্টজেট কোম্পানির দাবি, একটি পরিবার যাত্রাকালে মাস্ক পরতে অস্বীকৃতি জানালে ফ্লাইটটি বাতিল করা হয়।

তবে শিশুটির বাবা সাফওয়ান চৌধুরী জানান, ওয়েস্টজেট তার ১৯ মাস বয়সী মেয়েকে জোর করে মাস্ক পরাতে চেয়েছিল। কিন্তু তার মেয়ের কান্না থামছিল না তখন।

তিনি বলেন, স্ত্রী ও দুই মেয়েকে তিনি ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন। সে সময় তার ৩ বছর বাচ্চাটি মাস্ক খুলে নাস্তা খাচ্ছিল।এসময় তারা আমার ১৯ বছর বয়সী বাচ্চার দিকে ফিরে বলে যে-ফ্লাইটের প্রত্যেক যাত্রীকে মাস্ক পরতে হবে, নয়ত ফ্লাইট ছাড়বে না।’

সাফওয়ান চৌধুরী আরও অভিযোগ করেন, ওয়েস্টজেটের কর্মীরা পুলিশও ডাকে। এমনকি বাচ্চার মুখে মাস্ক না থাকায় তাদের এয়ারপোর্ট ত্যাগ করতে বলা হয়। নয়তো গ্রেফতার করিয়ে কারাগারে পাঠানোর হুমকিও দেয়।

পরে তারা জানতে পেরেছিলেন যে কানাডিয়ান পরিবহন নীতি অনুসারে, কেবলমাত্র দুই বছরের বেশি বয়সী বাচ্চাদের মুখোশ পরতে হবে এবং এইভাবে তার 19-মাস বয়সী শিশুটিকে একটি লাগাতে হবে না।

 

ফ্লাইট বাতিল এর বেপারে ওয়েস্টজেট কী বলে?

ওয়েস্ট জেট বিতর্ক করে যে তিন বছর বয়সী একটি মুখোশ পরেছিল।

এয়ারলাইন এক বিবৃতিতে বলেছে: “দুই বছরের বেশি বয়সী তাদের বড় সন্তানের মুখোশ রাখার জন্য বাবা-মায়েদের অমান্যতার কারণে, আমাদের ক্রুরা আমাদের যে নিয়মগুলি মেনে চলতে হবে তা প্রাপ্তবয়স্কদের অবহিত করেছেন।

“অতিথিরা ট্রান্সপোর্ট কানাডার অন্তর্বর্তীকালীন আদেশ মানতে অস্বীকৃতি জানালে এবং পরবর্তীকালে বিমানটি বিস্তৃত করতে অস্বীকার করার পরে আমাদের ক্রু কর্তৃপক্ষের উপস্থিতির জন্য অনুরোধ করেছিল।”

সুত্রঃ বিবিসি

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন