জাতীয় শোক দিবসের সভায়
বঙ্গবন্ধুর পলাতক ঘাতককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার দাবি
জাতিরজনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করলো নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। বাংলাদেশের সাথে মিলিয়ে শনিবার রাতে সিটির জ্যাকসন হাইটসে একটি মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনায় বক্তারা দন্ডিত ঘাতক রাশেদ চৌধুরীকে অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার দাবি জানান বাইডেন প্রশাসনের প্রতি। এছাড়া বক্তারা আরো উল্লেখ করেন যে, বঙ্গবন্ধুর হত্যার যথাযথ প্রতিশোধ গ্রহণ করতেই মুক্তিযুদ্ধের চেতনার বাঙালিদের ঐক্যবদ্ধ থাকতে হবে শেক হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন অভিযাত্রায়। বাংলাদেশ সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠলেই বঙ্গবন্ধুর বিদেহী আত্মা শান্তি পাবে।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে এ সভা সঞ্চালনা করেন সেক্রেটারি সুব্রত তালুকদার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ওয়াশিংটন মেট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেখক-সাংবাদিক শিব্বির আহমেদ, আওয়ামী লীগ নেতা আশরাব আলী খান লিটন, সমীরুল ইসলাম বাবলু, মাস্টার ইলিয়াস, হাজী জাফরউল্যাহ, আবুল বাশার ভ’ইয়া, হাজী ইরান, হুমায়ূন মাস্টার, সাহাবউদ্দিন চৌধুরী লিটন প্রমুখ। শুরুতে পঁচাত্তরের ১৫ আগস্টেও সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এরপর বঙ্গবন্ধুসহ পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ব্রুকলীন বরো আওয়ামী লীগের সভাপতি হাজী এম এ জলিলের নেতৃত্বে। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় ফেরা বাংলেেদশের অদম্য গতিতে এগিয়ে চলা অব্যাহত রাখার স্বার্থেই শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
ফোবানার শ্রদ্ধাঞ্জলি
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন ফোবানার নির্বাহী চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এবং আসন্ন ৩৫তম ফোবানার হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি শিব্বির আহমেদ। ১৪ আগস্ট রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে বক্তব্যকালে ফোবানা চেয়ারম্যান জাকারিয়া বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নেতা ছিলেন না, তিনি সারাবিশ্বের বঞ্ছিত লাঞ্ছিত মানুষের মুক্তির মহানায়ক ছিলেন। সময়ের পরিক্রমায় তা উদ্ভাসিত হয়েছে। এমন এক মহানায়কের জীবন-ইতিহাসই হচ্ছে বাঙালির ইতিহাস-এ পরম সত্য প্রবাস প্রজন্মকেও যথাযথভাবে অবহিত করতে হবে।
হোস্ট কমিটির সদস্য-সচিব লেখক-সাংবাদিক শিব্বির আহমেদ সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, বাংলাদেশে গেলেই টুঙ্গিপাড়ায় যাবেন। ঘুমিয়ে থাকা জনকের প্রতি শ্রদ্ধা জানাবেন। তাহলে দেশমাতৃকার প্রতি গভীর মমত্ববোধ আরো জাগ্রত হবে সকল কাজে।
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান