বাংলাদেশকে সহায়তা করায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীকে ধন্যবাদ প্রতিরক্ষামন্ত্রী অস্টিনের
তারিক চয়ন | করোনা মোকাবিলায় বাংলাদেশে জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এক টুইটে তিনি লেখেনঃ
মহামারীকালে বাংলাদেশের জনগণকে সহায়তা করতে Travis 60th AMW (যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সবচেয়ে বড় এয়ার মবিলিটি সংস্থা) এবং যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর দলগুলোর কঠোর পরিশ্রমের জন্য আমি খুবই গর্বিত। আমি বাংলাদেশের সাথে আমাদের অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দিই এবং আশা করি এই সহায়তা আমাদের দুই দেশের মজবুত এবং ক্রমবর্ধমান সম্পর্কের একটি প্রমাণ বহন করে।
এদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, করোনা মোকাবিলায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ত্রাণ সরবরাহ কার্যক্রম দেখতে ট্র্যাভিস এয়ার বেইস পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম। যুক্তরাষ্ট্র সরকারের এই সহায়তা বাংলাদেশকে করোনা মোকাবিলায় বড় সাহায্য করবে বলে তিনি মন্তব্য করেন।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান