বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মি. মারভীন রোট্রান্ডের ভার্চ্যুয়াল সভা
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কানাডায় কোভিডের কারণে কোন অনুষ্ঠান করা সম্ভব না হওয়াতে নিজ উদ্যোগে ভার্চ্যুয়াল অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছেন একজন কানাডার প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব কয়েকবারের নির্বাচিত সিটি কাউনসিলর, (স্নোডন) মি. মারভিন রোট্রান্ড।
যে কাজ প্রবাসী বাংলাদেশিদের করার কথা ছিলো, সে কাজই করেছেন মি. মারভিন রোট্রান্ড । অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে নব নিযুক্ত সম্মানীত হাই কমিশনার খলিলুর রহমানসহ বিভিন্ন সংগঠন মিডিয়া ব্যক্তিদেরকে নিয়ে প্রথম প্রস্তুতি ভার্চ্যুয়াল সভা গতকাল ২০ জানুয়ারি রাত ৮টায় অনুষ্ঠিত হয়।
সিটি কাউন্সিলর মি. মারভিন রোট্রান্ড এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ভার্চ্যুয়াল সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশের নিযুক্ত মান্যবর হাইকমিশনার খলিলুর রহমান, মন্ট র্যয়ালের সংসদ সদস্য এ্যানথনি হাউজ ফাদার, মি. ডেভিড বির্নবাম এমএনএ, সিটি কাউন্সিলর মি. রিওনেল পেরেজ, কানাডা বাংলাদেশ নিউজ এজেন্সি সিবিএনএ২৪ডটকমের প্রধান নির্বাহী, সদেরা সুজন , সিবিএনএ-এর প্রধান উপদেষ্টা বিদ্যুৎ ভৌমিক, বাংলাদেশ প্রেসক্লাব অব মন্ট্রিয়লের প্রতিষ্ঠাতা সভাপতি দীপক ধর অপু, ফোবানার নেতা মুহিম আহমদ, ফোবানার সাবেক কনভেনর এজাজ আখতার তৌফিক, সুহেল মিয়া (বিএসসিএফ, কানাডা) মি সনি মরয, কাউসার আহমেদ, আমীন সোয়েলে, মিলকি ফারুখ, সেলিম লোদি, মুফতি ফারুখ, ইয়াসির ইসলাম, নজরুল ইসলাম, হেলাল মহিউদ্দিন, জয়দত্ত বড়ুয়া, আনসার আহমেদ, সেলিম আশরাফ, মিশু চৌধুরী এবং নিশাত রহমান।
ভার্চ্যুয়াল সভায় আগামী ২৬ মার্চ বাংলাদেশের ৫০তম স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সুন্দর ও সফলভাবে পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে বক্তারা ব্যক্ত করেছেন।
উপস্থিত সভায় অনেকেই অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেছেন মি. মারভীন যে উদ্যোগ নিয়েছেন তা সারা কানাডার প্রবাসীর কৃতজ্ঞ চিত্তে স্মরণ করার মতো। কিন্তু সভার বাইরে অনেকেই বলেছেন তাঁকে বন্ধু হিসেবে ব্যবহার করে কেউ যদি ব্যক্তিগতভাবে ব্যবহার করেত চান তাহলে মহৎ সুন্দর অনুষ্ঠানটি হয়তো অনেকটা ছন্দপতন ঘটবে।
বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মি. মারভীন রোট্রান্ডের ভার্চ্যুয়াল সভা আমাদেরকে চোখ খুলে দিয়েছে আমরা কোথায়! সিবিএনএ-এর পক্ষ থেকে মি. মারভিনকে স্যালুট।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন