বাংলাদেশ দূতাবাস, সিউল ও কোরিয়া হেরাল্ড-এর যৌথ উদ্যোগে সিউলে গ্লোবাল বিজনেস ফোরাম অনুষ্ঠিত
বাংলাদেশ দূতাবাস, সিউল ও দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় সংবাদপত্র কোরিয়া হেরাল্ড-এর যৌথ উদ্যোগে গত ২০ জুলাই ২০২২ তারিখে সিউলের গ্র্যান্ড হায়াত হোটেলে গ্লোবাল বিজনেস ফোরাম অনুষ্ঠিত হয়। উক্ত ফোরামে বিভিন্ন কোরিয়ান কোম্পানীর প্রায় ১২০ জন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন। এছাড়া দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদের সদস্যবৃন্দ, উত্তর গিয়ংসাং প্রভিন্সের গভর্ণর এবং কোরিয়ার সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত ফোরামে অংশগ্রহণ করেন। কোরিয়ান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিকট বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরার প্রচেষ্টার অংশ হিসেবে দূতাবাস উক্ত ফোরামের আয়োজন করে।
ফোরামে হেরাল্ড কর্পোরেশনের চেয়ারম্যান Chung Won-ju এবং কোরিয়া হেরাল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা Choi Jin-young তাঁদের বক্তব্যে ভবিষ্যতেও এরূপ অনুষ্ঠান আয়োজনে বাংলাদেশ দূতাবাস, সিউল-এর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন উপস্থিত কোরিয়ান অতিথিদের নিকট বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের সাম্প্রতিক চিত্র তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার মধ্যকার ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করেন যা গত পাঁচ দশকে আকারে ও ব্যাপ্তিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি উল্লেখ করেন যে, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধনের পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সার্বিক অংশীদারিত্বমূলক সম্পর্ক স্থাপনে আগ্রহী। তিনি বাংলাদেশের অমিত অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহের উপর আলোকপাত করেন যেখানে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে উভয় দেশই লাভবান হতে পারে।
কোরিয়ার বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন সংস্থা (KOTRA)-এর বর্তমান মহাপরিচালক ও ঢাকায় অবস্থিত KOTRA-অফিসের সাবেক মহাপরিচালক Kim Jong-won ফোরামে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে উপস্থাপনা প্রদান করেন। তিনি তার উপস্থাপনায় বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের গতিধারা এবং ভবিষ্যত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রক্ষেপণ সম্পর্কে তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন। তিনি অভিমত ব্যক্ত করেন যে, বাংলাদেশের চলমান ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন, ভৌত অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ-বান্ধব পরিবেশ ও নীতি, প্রতিযোগিতামূলক শ্রম ব্যয় প্রভৃতি বিবেচনায় বাংলাদেশ কোরিয়ান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের আকর্ষনীয় গন্তব্যস্থল হতে পারে। তিনি উল্লেখ করেন যে, সম্প্রতি কোরিয়ান বিখ্যাত কোম্পানীসমূহ যথা-স্যামসাং ও হুন্দাই বাংলাদেশের স্থানীয় কোম্পানীসমূহের সাথে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ইতোমধ্যে বিনিয়োগ কার্যক্রম শুরু করেছে। তিনি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের জন্য প্রদত্ত আনুষঙ্গিক সুবিধা বিবেচনা করে কোরিয়ান বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিনিয়োগের উৎসাহ প্রদান করেন।
ফোরামে বাংলাদেশ ও এর অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে উপস্থিত কোরিয়ান ব্যবসায়ীদের ধারনা দেওয়ার জন্য বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি ও অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কিত ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়া অতিথিদেরকে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্পর্কিত ব্রোশিয়ার ও উপহার সামগ্রী (সবুজ চা) প্রদান করা হয়। সাংস্কৃতিক পর্বে কোরিয়ান শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের শিল্পীরা বাংলাদেশের লোকগান ও নৃত্য পরিবেশন করেন। অতিথিদেরকে বাংলাদেশী ঐতিহ্যবাহী মিষ্টান্ন পরিবেশন করা হয়।
Global Business Forum organized by the Embassy of Bangladesh in Seoul and the Korea Herald
The Embassy of Bangladesh in Seoul partnered with the Korea Herald to host the Global Business Forum (GBF) highlighting Bangladesh on 20 July 2022 at the Grand Hyatt Hotel in Seoul.
The forum brought together about 120 CEOs of different Korean companies. In addition, members of the Korean National Assembly, Governor of North Gyeongsang province and senior officials from the relevant government and private trade bodies attended the forum. The forum was a part of the Embassy’s effort to project Bangladesh’s potential and prospects before the Korean businessmen and investors attending the forum as well as promote bilateral trade and investment.
In their opening remarks, Mr. Choi Jin-young, CEO of the Korea Herald and Mr. Chung Won-ju, Chairman of the Herald Corporation expressed keen interest to work closely with the Embassy of Bangladesh in Seoul in organizing such joint events to promote bilateral trade and investment.
In his welcome remark, Ambassador Delwar Hossain highlighted Bangladesh’s robust socio-economic growth as well as the growing economic partnership between Bangladesh and the Republic of Korea. Ambassador Hossain referred to the existing excellent bilateral relationship between the two countries which has grown in depth and dimension over the last 5 decades. He mentioned that with robust economic growth and remarkable progress in various sectors for more than a decade, Bangladesh is now well poised to forge a deeper comprehensive partnership with the Republic of Korea for mutual benefits. He highlighted the economic opportunities of Bangladesh and potential areas of cooperation where both Bangladesh and Korea can mutually benefit through increased cooperation.
Mr. Kim Jong-won, the Director General of the Korea Trade-Investment Promotion Agency (KOTRA) and former chief of the Dhaka KOTRA office, made a presentation on the trade and investment opportunities in Bangladesh. In his deliberation, Mr. Kim presented the upward trend of Bangladesh’s economic growth and its future growth projection with a comparative analysis with other developing countries. He opined that considering the ongoing economic development, investment-friendly environment and policy and competitive labor cost, Bangladesh could be a better option for Korean businesses and investments. He informed that the Korean tech giant Samsung and Hyundai have recently started establishing assembling plants in Bangladesh in partnership with the local companies for some of its products like mobile phones, home appliances, and automobiles. Therefore, he encouraged the Korean business executives to reorient their focus and policy priorities toward Bangladesh and seize the opportunity offered by Bangladesh for mutual benefits.
During the event, promotional videos presenting the history, culture, recent economic progress and potential of Bangladesh were screened so as to enrich the knowledge and perception of the Korean businessmen on Bangladesh. In addition, brochures on trade and investment opportunities of Bangladesh and gifts (green tea) were distributed among the guests. In the cultural segment, Bangladeshi performers, besides Korean performers, performed folk songs and dance. The guests were served Bangladeshi traditional desserts and sweetmeats.