ফিচার্ড বিশ্ব

বাইডেনের প্রধান উপদেষ্টা পদে বসলেন এক ভারতীয়

গৌতম রাঘবন

বাইডেনের প্রধান উপদেষ্টা পদে বসলেন এক ভারতীয়

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রাতে ভারতীয়- আমেরিকান গৌতম রাঘবনকে হোয়াইট হাউস অফিস অফ প্রেসিডেন্সিয়াল পার্সোনেল প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা (Head of WH PPO) নিযুক্ত করেছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ক্যাথি রাসেলকে ইউনিসেফের পরবর্তী নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগের অভিপ্রায় ঘোষণা করার পর বাইডেন রাঘবনের হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে পদোন্নতির ঘোষণা করেন। রাসেল বর্তমানে WH PPO এর প্রধান। ক্যাথির নেতৃত্বে হোয়াইট হাউস অফিস অব প্রেসিডেন্সিয়াল পার্সোনেল পদে নিয়োগের গতি ও বৈচিত্র- উভয় ক্ষেত্রেই রেকর্ড তৈরি করেছে। বাইডেন বলেছেন, পিপিও এমনভাবে সাজানো হয়েছে যাতে ফেডারেল সরকার আমেরিকাকে আরও বেশি করে প্রতিফলিত করতে পারে। পাশাপাশি আমেরিকার জনগণের জন্য আরও বেশি পরিষেবা দিতে পারে তার নিরলস চেষ্টা করে গেছেন ক্যাথি। প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানান, ”গৌতম রাঘবন, যিনি প্রথম দিন থেকে ক্যাথির সাথে মিলেমিশে কাজ করেছেন, তিনি PPO-এর নতুন পরিচালক নির্বাচিত হওয়ায় আমি খুশি। সেই সঙ্গে আশাবাদী গৌতমের পরামর্শে একটি নিরবচ্ছিন্ন ফেডারেল কর্মীবাহিনী গড়ে তোলা সম্ভবপর হবে।

যা হবে দক্ষ, কার্যকর, নির্ভরযোগ্য এবং বৈচিত্র্যময়। ” গৌতম রাঘবন ভারতে জন্মগ্রহণ করেন, সিয়াটলে বেড়ে ওঠেন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ওয়েস্ট ইউঙ্গার্স: স্টোরিজ ফ্রম দ্যা ড্রিম চেজার, চেঞ্জ মেকারস ও হোম ক্রিয়েটকর ইনসাইড দ্যা ওমামা হোয়াইট হাইস-এর সম্পাদক রাঘবন। তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে ওয়াশিংটন ডিসিতে থাকেন। ২০২০- এর ২০ জানুয়ারি থেকে তিনি প্রেসিডেন্টের সহকারী এবং হোয়াইট হাউস অফিস অফ প্রেসিডেন্সিয়াল পার্সোনেলের উপ-পরিচালক হিসাবে কাজ করেছেন। পূর্বে, তিনি ছিলেন বাইডেন-হ্যারিস ট্রানজিশন টিম দ্বারা নিয়োগকৃত প্রথম কর্মচারী যিনি রাষ্ট্রপতির নিয়োগের উপপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। রাঘবন মার্কিন প্রতিনিধি প্রমিলা জয়পালের কংগ্রেসনাল প্রগ্রেসিভ ককাসের চিফ অব স্টাফ ছিলেন। সামাজিক ন্যায়বিচারের অগ্রগতির দিকে মনোনিবেশকারী সংস্থাগুলির পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন তিনি। বাইডেন ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। রাঘবন LGBTQ সম্প্রদায়ের পাশাপাশি এশিয়ান আমেরিকান এবং প্যাসিফিক দ্বীপবাসী সম্প্রদায়ের সাথে যোগাযোগের জন্য হোয়াইট হাউস অফিস অফ পাবলিক এঙ্গেজমেন্ট পদেও দায়িত্ব পালন করেছেন। মার্কিন প্রতিরক্ষা বিভাগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার রাঘবনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছেন খোদ প্রেসিডেন্ট।

সূত্র : এনডিটিভি | মানবজমিন

 




সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন