বিজয়ের আবেগ |||| বিশ্বজিৎ মানিক
আবেগ থাকে প্রাণের ভিতর – যায়না তা তো দেখা
কি আবেগে হলাম স্বাধীন – যাচ্ছেনা আজ লেখা।
আবেগ দিয়েই যুবক কিশোর – রক্ত ঢেলে পথে
স্বাধীনতার স্বপ্নে বিভোর – উঠছিল সব মেতে।
আবেগ শুধু ছিলনা তায় – আদর্শও ছিল
সেই বিজয়ের নেশার শপথ – আজকে কোথায় গেল?
স্বপ্ন তোমার ভাসছে জলে – খাচ্ছে ছিঁড়ে চিলে
দাঁড়াও না ভাই তোমরা সবাই – আগের মতো মিলে।
আবেগ তোমার আজ দেখি ভাই – যোজন যোজন দুরে
মুখ ঢেকে আজ থাকছো কেন – সবাই নিজের ঘরে?
বেরোও তুমি নইলে পাপী – খাবলে খাবে খানা
আগের মতোই আসবে তেড়ে – আবার দিতে হানা।
ঐক্য সেদিন দেখছি আমি – চেয়ে সড়ক পানে
আজকে কেহ বামে গেলেই – ভাই চলে যায় ডানে।
বিভাজনের চিত্র দেখেই – উঠছে জেগে পাকি
দেশপ্রেমিকের লেবাস পড়ে – ধরছে সে বেশ মেকি।
রাখতে ধরে বিজয় তোমার – আবার শপথ নাও
ভেল্কিবাজের হাতে বিজয় – দিচ্ছ তুলে ফাও।
রক্ত দিয়ে কিনছিলে যা – ভেস্তে যাবে সব
আবেগটাকে রাখতে ধরে – তুলতে হবে রব।
দিচ্ছ কেন আবেগ মাঝে – আজকে নুনের ছিটা
ভাইটি তোমার যাচ্ছে হয়ে – সত্যি বলির পাঁঠা।
রণাঙ্গনে ভাবছিলে কি – এমন পরিণতি
পঞ্চাশ বছর হবার আগেই – হারিয়ে যাবে গতি?
ও ভাই তোমায় বলছি আমি – উঁচু করো হাত
একাত্তরে যেমন করে – কাটিয়েছিলে রাত।
মা ভাইদেরে ফেলেই সেদিন – বেরিয়েছিলে পথে
স্বপ্ন ভরা আবেগ ছিল – সকাল দুপুর রাতে।
তোমার ছেলে জানছে না আজ – তোমার ইতিহাস
বন বাদাড়ে কাটিয়েছিলে – কেমনে ন’টি মাস।
তোমার কাছে ছিল যে দেশ – মায়ের মতো আপন
ভাবছে কি আজ তোমার মতো – তোমার মানিক রতন?
ত্রিশ লাখের রক্ত দিয়ে – কিনছিলে এই দেশ
হায়েনা দলে কামড়ে তাকে – করছে সবই শেষ।
আবার তোমায় উঠতে হবে – আগের মতো জেগে
যেমন করে উঠেছিলে – অর্ধ শতক আগে ।
১৬ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।
এস এস/সিএ