বিপর্যস্ত মন্ট্রিয়ল
স্মরণকালের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হলো ক্যুইবেক প্রদেশ। কানাডার ইতিহাসে এপ্রিলের প্রথম সপ্তাহে এমন বিপর্যয় অনেকেই দেখেননি বলে ব্যক্ত করেছেন। গত মঙ্গলবার মন্ট্রিয়লের আবহাওয়া ছিলো চমৎকার। রোদেল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সবাই ভেবেছিলেন সত্যি বসন্তকালের দেখা মিলেছে। কিন্তু কয়েকঘন্টা যেতে না যেতেই আবহাওয়া দপ্তরের ঘোষণায় মন খারাপ হয়ে গেলো। মানে বুধবারে ফ্রিজিং রেইন হবে। উইন্টারে এমন ফ্রিজিং রেইনের ঘোষণা স্বাভাবিক। কিন্তু বসন্তকালে এরকম ফ্রিজিং রেইন হবে বলে কেউ বুঝে উঠতে পারেননি। বুধবার সকাল সাড়ে দশটায় শুরু হলো কনকনে শীতের মাঝে গুড়ি গুড়ি শীলাবৃষ্টি। মাত্র কয়েক ঘন্টার ফ্রোজেন আইস স্টমের তান্ডবে বদলে গেলো দৃশ্যপট। গাছে গাছে ফ্রোজেন রেইন জমে ডালপালা ভারি হয়ে ভেঙ্গে পড়তে শুরু করলো, বড় বড় বিদ্যুতের লাইনগুলো আইসের ওজনে ছিঁড়ে পরতে শুরু করলো। তিন ঘন্টার বৃষ্টিপাতে মন্ট্রিয়লের এক তৃতীয়াংশ বিদ্যুৎ বিপর্যয় ঘটলো। ১৯৯৮ এর পর এটাই সবচেয়ে বড় তান্ডব। মন্ট্রিয়লের রাস্তায় রাস্তায় ভেঙ্গে পড়া গাছ, গাছের ডাল।
১.৪ মিলিয়ন পরিবার ক্যুইবেক প্রদেশে যাদের বিদ্যুৎ ছিলোনা গতকাল বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। এখনো পর্যন্ত চার শ হাজার পরিবারের বিদ্যুৎ নেই। গতকাল দুপুর পর্যন্ত মন্ট্রিয়লের বিভিন্ন স্থানে বিদ্যুতের অভাবে রকমারি সংকটের মুখোমুখি হতে হয়েছে। হাজার হাজার পরিবারে খাদ্য সমস্যার সৃষ্টি হয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান, ফার্মেসি, রেস্টুরেন্ট অনেক জায়গায় খোলা সম্ভব হয়নি বিদ্যুৎ নাথাকার কারনে। অনেক স্টোরের ফ্রোজেন দ্রব্যাদি নষ্ট হয়ে গেছে।
বিদ্যুৎ না থাকার কারনে ইন্টারনেট, মোবাইল সার্ভিসে সমস্যা দেখা দিয়েছে। ব্যাংকসহ বিভিন্ন দপ্তর অচল হয়ে পড়ে। রাস্তায় রাস্তায় গাছ-ডাল ভেঙ্গে পড়ায় যোগাযোগ সমস্যায় পড়তে হয়। বেশ কয়েকটি এলাকায় রাস্তার সিগনালগুলো বিদ্যুৎ নাথাকায় কয়েক মাইল ব্যাপী ট্রাফিকজামের সৃষ্টি হয়।
মন্ট্রিয়লে বাংলাদেশ হিন্দু মন্দির ও সনাতন ধর্ম মন্দিরসহ বিভিন্ন সংগঠন খাদ্য দিয়ে সহযোগিতা করেছে।। বৃহস্পতিবার থেকে আবহাওয়া আবার ভিন্ন। মঙ্গলবার এত বড় তান্ডব হয়ে যাবার পর গতকাল থেকে সম্পূর্ন ভিন্ন, গতকাল ৯ ড্রিগ্রী সেলসিয়াস। মাঝে মধ্যে এদশের সব কিছুইতে বিচিত্র মনে হয়!
বিদ্র: সিবিএনএ মন্ট্রিয়ল অফিসে বিদ্যুৎ নাথাকার কারনে ইন্টারনেট ছিলো না আজ শুক্রবার সকালে ইন্টারনেট সংযোগ হয়েছে। ফলে স্টমের সংবাদ করা সম্ভব হয়নি বলে দুঃখিত -সম্পাদক
এসএস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান