ফিচার্ড সাহিত্য ও কবিতা

বিপ্লব ঘোষ-এর কবিতা

বিপ্লব ঘোষএর কবিতা


ঠিকানা না দিয়ে


চলে যেতে হয়
এক জন্মেই যা কিছু এখানেই
তবু এতো ভয়  !

মৃত্যুর চেয়ে সত্য
আর কিছু নয়
এতো মায়া,ভালবাসা
শূন্য মিথ্যেময়  ।

———


কবিতা


কবিতা খুঁজে যাই
দূরতর সুন্দরের কাছে
তুমিই কেবল বসে থাকো
কবিতার মতো সাজে
আমার শুধু বেলা যায়
কবিতা আলো হয়ে মরীচিকা ।

——–


হেমন্তের দিন


হেমন্তের দিনে আমি অনেক
ধান শূন্য মাঠ দেখেছি
গোধূলি শেষে রাখালিয়া বাঁশি
এমন দিনে আলপথে কত হেঁটেছি  ।
সেসব হেমন্ত আবার যখন আসে
মনে পড়ে মনে মনে মাটির গন্ধে
জ্যাঠামশাইয়ের  পিছনে আজো
হাঁটি আমার তাহেরপুরের দেশে ।
এখন দূর থেকে ট্রেনের জানালায়
বসে ভাবি,আর আসিবে না কাছে
সব স্মৃতির ছবি হয়ে গেল সাঁঝে
কিছুই কি আর থাকে জীবন মাঝে !
এখন যে কথা লিখি
কাল সে আসিবে না ঠিকি
হেমন্তের এই বিকেল বিষাদ
এই মাঠ ঘাট কাঁদায় বারবার
হেমন্তেই চাঁদ পুড়েছে আমার ।


সংবাদটি শেয়ার করুন