স্বাধীনতা / বিপ্লব ঘোষ স্বাধীনতা তো বসন্তের গোধূলি বিকেলে ডিঙি নৌকো নিয়ে ভেসে যাওয়া। শালের জঙ্গলে কাঠের দোতলা বাড়ির বারান্দায় বসে থাকা। স্বাধীনতা মানে ছোটবেলার সবুজ পুকুরে সাঁতার। বর্ষায় ভিজে ফুটবল খেলে ঘরে ফেরা।স্বাধীনতা তো খেজুর গাছের নিচে সন্ধ্যায় প্রথম প্রেম। বন্ধুদের সাথে বকখালির প্রথম সমুদ্র দেখা। রাতের ঝাউবনে একলা হরিণ ধরে দেবেনের মাটির হোটেলে […]
তুষার আচার্য্য-এর কবিতা প্রত্যয় হাহাকারের মেলা বসে মনের অলিগলিতে ‘তুমি ভালো নেই’- এটাই শ্লোগান। মনের ভিতরে বিশ্বাস আছে, নিঃশ্বাস আছে, অক্সিজেনও আছে, তবুও শঙ্কার ডঙ্কা। মহাদেবের বাণ। প্রেমজ তীব্র অভিমান। নিজেকে মেলে ধরি, ছায়া হয়ে থাকি, রৌদ্র আড়াল রাখি। উষ্ণ পরশে বিশ্বাস প্রবাহ চলে। চিরন্তন চলনে, মগ্ন মননে তোমাকেই ভালোবাসি। মনের গলিতে রাসোৎসব হবে, […]
মনিরুজ্জামান প্রমউখ– এর তিন কবিতা– কাণ্ডার, ঘরে ফেরা হরিণ, কথা কয়ে উঠে কাণ্ডার ———————————– বিকেল-টা-কে কুয়াশা’র চাদর- খাটো করে আনে । ঘরে ফেরা হয়, কাছে । সন্ধ্যা’র কামড়-টুকু হতে, রক্ষা- মেহেদী’র উপস্থিতি শূন্য বোলে । দিনে’র ব্যবধানে- আলগা হয়ে পরা’র রাস্তা নির্মাণ চলছে, চলবে । কারণ- আকাশে’র নিঃস্প্রভ তারা-গুলো ক্রমশঃ ক্ষুদ্র হয়ে, উঠছে । দাঁড়াতে […]