ফিচার্ড বিশ্ব

বুধবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ?

বুধবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ?

ইউক্রেন সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। এ নিয়ে বাজছে যুদ্ধের দামামা। পশ্চিমাদের শঙ্কা, ইউক্রেনে যেকোনো মুহুর্তে হামলা চালাতে পারে রাশিয়া। এর মধ্যে জার্মান সরকারকে নতুন রিপোর্ট দিয়েছেন দেশটির গোয়েন্দারা।  

সোমবার (১৪ ফেব্রুয়ারি) একটি জার্মান সংবাদমাধ্যম গোয়েন্দাসূত্র উদ্ধৃত করে বলেছে, বুধবারই (১৬ ফেব্রুয়ারি) ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।

তবে এ নিয়ে সরকারিভাবে জার্মানি কোনো মন্তব্য করেনি। এছাড়া হোয়াইট হাউসও খবরের সত্যতা স্বীকার করেনি।

এদিকে আজ সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, সরকার ‘এ বিষয়ে খুব স্পষ্ট যে ইউক্রেনে সম্ভাব্য হামলা আসন্ন’। তিনি ব্রিটিশ নাগরিকদের এখনে ইউক্রেন ত্যাগের আহ্বান জানান।

এছাড়া গত শনিবার ইউক্রেন ইস্যুতে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার ঘণ্টাব্যাপী ফোনালাপও ব্যর্থ হয়েছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে রাশিয়া। এ নিয়ে দেশটি তাদের নাগরিককে ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে।

যুদ্ধের শঙ্কায় এখন পর্যন্ত ১০টির বেশি দেশ তাদের নাগরিককে ইউক্রেন ত্যাগের পরামর্শ দিয়েছে। তথ্যসূত্র: বিবিসি, ডয়চে ভেলে। 

 





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন