প্রবাসের সংবাদ

বৃটেনে তাবলীগের আমীরসহ ৮৫ জন বাংলাদেশির মৃত্যু-অধিকাংশই সিলেটি

বৃটেনে তাবলীগের আমীরসহ ৮৫ জন বাংলাদেশির মৃত্যু-অধিকাংশই সিলেটি

 

বৃটেনে তাবলীগের আমীরসহ ৮৫ জন বাংলাদেশির মৃত্যু-অধিকাংশই সিলেটি। বৃটেনে কোভিড-১৯ করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন অন্তত ৮৫ জন বাংলাদেশি। এর মধ্যে একাধীক বাংলাদেশি ভিজিটর রয়েছেন যারা বাংলাদেশ থেকে আত্মীয়স্বজনকে দেখতে বৃটেনে এসেছিলেন।

তাবলীগ জামাত ইউরোপের আমীর ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত, একাধিক বৃটিশ বাংলাদেশি ডাক্তারসহ বাংলাদেশি কমিউনিটির অনেক সুপরিচিত নেতৃস্থানীয় ব্যক্তিত্বরাও মৃতদের তালিকার মধ্যে রয়েছেন।

লাশের ভারে বিপর্যস্ত লন্ডন। সেখানে মুসলিমদের কবরস্ত করতে হিশশিম খাচ্ছে কতৃপক্ষ। উপায়ন্ত না দেখে গতকাল লন্ডনে একই কবরে ১০ জন মুসলিমের দাফন করা হয়েছে। উল্লেখ্য করোনাভাইরাসে ৯,৮৭৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার মানুষ। অপ্রতিরোধ্যভাবে বেড়েই চলছে।

তথ্য সহায়তায়ঃ সুরমা নিউজ২৪ডটনেট

 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − four =