অবিশ্বাস্য হলেও সত্য

‘সামুদ্রিক’ এই ব্যাগের দাম প্রায় ৪৫ কোটি টাকা!

ব্যাগের দাম
ছবিঃ সংগৃহীত

‘সামুদ্রিক’ এই ব্যাগের দাম প্রায় ৪৫ কোটি টাকা!

সাধারণত চামড়ার গুণমান, কারুকার্যসহ আরো অনেক বিষয়ে নির্ভর করে একটি দামি হ্যান্ডব্যাগ তৈরি করা হয়। তবে এবার ইতালিতে তৈরি করা হয়েছে এমন একটি ব্যাগ যার দাম শুনলে মাথায় হাত দিতে হতে পারে অনেককেই। এই ব্যাগটি কিছুটা ‘সামুদ্রিক’ বলা চলে। কেননা সমুদ্রকে উপজীব্য করেই গড়ে তোলা হয়েছে ব্যাগটি।

বিশ্বের সবথেকে দামি এই হ্যান্ডব্যাগটির মূল্য ৫.৩ মিলিয়ন যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৪ কোটি ৯৩ লক্ষ।

জানা গেছে, ইতালির ব্রান্ডেড কোম্পানি বোলোনা-ভিত্তিক বোয়ারিনি মিলানেসি তিনটি পার্ভা এমিয়া ব্যাগ তৈরি করেছেন। যার জন্য প্রতি ব্যাগ পিছু প্রায় এক হাজার ঘণ্টা কাজ করতে হয়েছে।

আধা-চকচকে অ্যালিগেটরের ত্বক থেকে তৈরি, হ্যান্ডব্যাগটি ১০ ​টি সাদা সোনার প্রজাপতি দিয়ে সজ্জিত। এর মধ্যে চারটি হিরা এবং তিনটি নীলকান্তমণি এবং বিরল প্যারাইবা টুরমলাইনস দ্বারা সজ্জিত। ব্যাগটির মোট ওজন ১৩০ ক্যারেটেরও বেশি। এটিতে একটি ডায়মন্ড পাভ ক্লপও রয়েছে। এই ব্যাগের নকশা থেকে শুরু করে দাম নির্ধারণ সবকিছুই সমুদ্র দ্বারা অনুপ্রাণিত হয়ে করা হয়েছে।

এছাড়াও এই ব্যাগ তিনটি বিক্রয়ের পর যে-টাকা আয় হবে তার থেকে বড় একটি অংশ সামুদ্রিক পরিবেশকে প্লাস্টিক মুক্ত এবং জল দূষণ রোধের কাজে ব্যবহার করা হবে।

সূত্রঃ সময় টিভি

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন