বড়দিনে যুক্তরাষ্ট্রের নাশভিলে শহরে বিস্ফোরণ, আহত ৩
বড়দিনের সকালে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহরে এক বিস্ফোরণের ঘটনায় অন্তত তিন ব্যক্তি আহত ও বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। কর্মকর্তাদের বিশ্বাস উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। শুক্রবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, বড় ধরনের ওই বিস্ফোরণের সঙ্গে একটি সন্দেহভাজন গাড়ির সংশ্লিষ্টতা রয়েছে। সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্থানীয় দমকল বিভাগের মুখপাত্র জোসেফ প্লেজান্ট জানান, স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টা নাগাদ বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে তিন জনকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের কারোর অবস্থাই গুরুতর নয়।
বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করছে একাধিক সংস্থা। এতে কেন্দ্রীয় এবং স্থানীয় সংস্থাও যুক্ত হয়েছে। পুলিশ কর্মকর্তা অ্যারন জানান, তদন্তের প্রয়োজনে এলাকাটি বন্ধ কেরে দেওয়া হয়েছে।
নাশভিলের মেয়র জন কুপার বলেন, বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, যার বেশিরভাগেরই জানালা উড়ে গেছে। কয়েকটি ভবন খালি করা হয়েছে। -বাংলা ট্রিবিউন
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন