ঢামেক হাসপাতালে ভিপি নুর কে দেখে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাহাঙ্গীর কবির নানক। ছবি: সংগৃহীত
ডাকসু ভবনে ভিপি নুর এর ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে দোষীদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
আরো সংবাদঃযেভাবে পাকিস্তানিদের বোকা বানিয়ে পালান ফজলে হাসান আবেদ
রোববার রাতে ঢাকা মেডিকেলে ডাকসু ভিপি নুরুল হক নুরকে দেখে বের হওয়ার পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘হামলার খবর পেয়ে আমরা ছুটে এসেছি তাদের দেখতে। হামলা যে এত বর্বর হয়েছে বুঝতে পারিনি।’
নানক আরও বলেন, ‘হাসপাতালে বহু জরুরি রোগী আছে। কিন্তু কেউ কেউ হাসপাতালে বসে স্লোগান দিচ্ছে। যারা স্লোগান দিচ্ছে তাদের কুমতলব রয়েছে। তাদের বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। যারা স্লোগান দিচ্ছে এরা কারা, তারা কি চায়? এদের উদ্দেশ্য কি? এ বিষয়গুলো আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে সব বিষয় খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। যাতে কেউ কোনো মঞ্চই গোলযোগ করতে না পারে।’
এর আগে ডাকসু ভিপি নূর এর কার্যালয়ে হামলার ঘটনায় নুরসহ আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আওয়ামী লীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
রোববার রাত পৌনে ৮টার দিকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে নিয়ে মেডিকেলে যান তারা। তারা আহত নুরুল হক নুরকে দেখতে ভিতরে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীরা বাধা দেন এবং ‘ভুয়া-ভুয়া’ বলে স্লোগান দেন।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের ৫ থেকে ১০ মিনিট বাকবিতণ্ডা হয়। এ সময় তাদের উদ্দেশে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। শেষ পর্যন্ত বাধা উপেক্ষা করে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এই দুই নেতা ভিপি নুরকে দেখতে ভেতরে প্রবেশ করেন। ঘটনায় জড়িতদের বিচারের আশ্বাস দেন তারা।