ভ্যাকসিন ||||| পুলক বড়ুয়া
চারিদিকে দ্যাখছি দুঃখের পদধ্বনি
চারিদিকে শুনছি কষ্টের ধ্বনি-প্রতিধ্বনি
ঈশ্বর তুমি কী নেই—হে খোদা, তুমি কোথায়
তুমি কী ঘুমিয়ে পড়েছো—কুম্ভকর্ণের নিদ্রা, মজায়
প্রভু, তুমি কী মানুষের পাশে দাঁড়াবে না আর
তোমার দুহাত দেবে না বাড়িয়ে
পৃথিবীকে আরেকবার প্রণোদনা দাও
দ্বীন-দুনিয়ার মালিক তুমি দয়ালু
মানুষকে অসীম-অস্থির কোরো না
মানুষকে তার কাছে আসতে দাও
মানুষকে তার সকাশে যেতে দাও
মানুষকে মানুষ ফিরিয়ে দাও
আহত-অনাহুত বানিয়ে বসুধার বহুসুধা
থেকে তাকে চিরতরে বঞ্চিত কোরো না
অহেতু তোমার আওলাদকে
অকালে-আকালে-অবেলায়
অবহেলা কোরো না অবাঞ্ছিত কোরো না
প্রিয় অবনীর বুকে লাঞ্ছিত কোরো না
বিচ্ছিন্নতা নয় যোগ দিতে চাই
সঙ্গনিরোদ নয় সঙ্গ-সংঘ চাই
আগল-অর্গল নয় বাতাস-আকাশ চাই
কেড়ে নিও না কওমের কাছ থেকে কওমিকাল
খোদার কসম আমি করোনাকে ছেড়ে দেব না
পৃথিবীর সপক্ষে বিশুদ্ধ আবহাওয়া-জলবায়ু হোক
মানবীয় ভালোবাসার প্রসূন
ভাইরাসের বিরুদ্ধে শুদ্ধ বায়ুমণ্ডল হোক
তোমার আমার আমাদের হৃৎ-কুসুম
আমাদের নিসর্গ আমাদের পার্থিব-ফুসফুস
অবারিত প্রীতির হাসপাতাল—মানবিক ভ্যাকসিন
এই তো এই হাতের কাছেই—দ্বীন-দুনিয়ার মাঝেই
দিলদরিয়া দরবেশের দরদী দাওয়াই-দোয়া-শুশ্রূষা
অনন্ত নির্ঘুম নির্ঘোষ
যাবতীয় প্রাকৃতিক জরুরি বিভাগ
আমাদের সবশেষ ভরসার বুক
আমার আত্মার শেষ গান ।
সিবিএনএ/এসএস
সর্বশেষ সংবাদ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন