কানাডার সংবাদ ফিচার্ড

মন্ট্রিয়লে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

মন্ট্রিয়লে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

চেতনা ‘৭১ মনিচ্রিয়ল এর আয়োজনে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মুন স্টার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা শীর্ষক আলোচনা। ভাষা আন্দোলন থেকে শুরু করে দুই দশকের অধিক সময় ধরে চলে আসা গনতান্ত্রিক আন্দোলন, এর মধ্য দিয়ে জাতির অবিস্মরণীয় নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানের বেরিয়ে আসা, ৬ দফা আন্দোলন, ১৯৬৯ এর ছাত্র গনঅভ‍্যূথ্থান হয়ে মুক্তিযুদ্ধ । বাংলাদেশের আত্মপ্রকাশ। তার পর মুক্তিযুদ্ধ বিরোধী দেশি বিদেশি শত্রুদের ষড়যন্ত্রের ফলশ্রুতিতে বঙ্গবন্ধু হত্যা।সুবিধাভোগী জেনারেল জিয়াউর রহমান হলেন সর্বময় ক্ষমতার অধিকারি । দালাল আইন বাতিল করে সাজাপ্রাপ্ত, বিচারাধীন সকল যুদ্ধাপরাধীকে মুক্তি দেন তিনি যত কত সহ।সংবিধান থেকে বিদায় দেন ধর্মনিরপেক্ষতা।ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল আমাদের পবিত্র সংবিধানে।জিয়াউর রহমান তাও বাতিল করেন। নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলাম, পিডিপি প্রভৃতি দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদেরকে রাজনীতি করার অধিকার দেন।পাকিস্তানি নাগরিক গোলাম আযমকে দেশে এনে করা হয়েছে জামায়াতের আমির।খালেদা জিয়া সংসদে নিয়ে যান জামায়াতকে।যুদ্ধাপরাধীদের করেন মন্ত্রিসভার সদস্য ।ভোটারবিহীন নির্বাচন করে বঙ্গবন্ধুর খুনিকে করেন বিরোধী দলীয় নেতা । এভাবেই জামায়াতসহ স্বাধীনতাবিরোধী অপশক্তি -শক্তি সন্চয় করে, বিদেশি শক্তির অর্থায়নে,রাজনৈতিক ও কূটনৈতিক সহায়তায় ২০২৪ এ শত সন্ত্রাসী অভ‍্যূথ্থান সংঘটিত হয় ।এর মধ্য দিয়ে বাংলাদেশ হয়েছে একটি সাম্প্রদায়িক জঙ্গি রাষ্ট্র।নতুন এক পাকিস্তান।

বক্তারা বলেন ইউনূসের সরকার মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিয়েছে ।দেশে চলছে নব রাজত্ব ।বাক স্বাধীনতা,ব‍্যক্তি স্বাধীনতা সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে ।চলছে বিচারহীনতার সংস্কৃতি।মোহমুক্তি ঘটেছে মানুষের । তারা এখন এই দু:শাসন থেকে মুক্তি পেয়ে চায়। বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দিলীপ কর্মকার, কবি জয়নুল আবেদীন খান, নারী নেত্রী ফিরোজা চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা হোসেন, যুব লীগ নেতা সাইফুর রহমান , কানাডা আওয়ামী লীগ সম্পাদক রনজিত মজুমদার অলোক চক্রবর্তী, মন্ট্রিল এসোসিয়েশন সভাপতি দেওয়ান মনিরুজ্জামান, সাংবাদিক আরিফ খন্দকার, ব‍্যবসায়ী অলোক চৌধুরী চেতনা ‘৭১ এর সুলতান আহমেদ ও ইয়াহইয়া আহমেদ প্রমুখ । পরে ছিল নৈশভোজের আয়োজন ।

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন