মন্ট্রিয়লে সনাতন ধর্ম মন্দিরের নতুন কমিটি গঠন
মন্ট্রিয়লস্থ সনাতন ধর্ম মন্দিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি রবিবার মন্দিরে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে আগামি চার বছরের জন্যে এই কমিটি গঠন করা হয়। বর্তমান সাধারণ সম্পাদক শ্রী রতন কুমার মজুমদারকে সভাপতি, মন্দিরের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শ্রী অনুপ কুমার চৌধুরী মিঠুকে সাধারণ সম্পাদক ও শ্রী তপন কুমার জোয়াদ্দারকে ট্রেজারার করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান পদে শ্রী মলয় কান্তি বর্মনের ওপর পুনরায় দায়িত্ব অর্পন করা হয়।
কমিটির অন্যান্য পদে যাঁরা মনোনীত হয়েছেন তাঁরা হলেন, ভাইস চেয়ারম্যান শ্রী অজিত কুমার ধর শ্যাম, সাংগঠনিক সম্পাদক শ্রী সৌমিত্র চৌধুরী স্বরাজ, দপ্তর সম্পাদক শ্রী অমিয়োতোশ পাল রুন্টি, তথ্য প্রযুক্তি সম্পাদক শ্রী সৌম্য রক্ষিত, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শ্রী পিযুষ কান্তি সাহা, সাংষ্কৃতিক সম্পাদক শ্রী ঝলক দেব চৌধুরী। এছাড়া বোর্ড অব ডিরেক্টরের সদস্যরা হচ্ছেন, শ্রী শিশির সাধুখাঁ, শ্রী ঝলক দেবরায় (যীশু), শ্রী শংকর বণিক, শ্রী শক্তিব্রত হালদার (মানু), শ্রী তপন মোদক, শ্রী পিনাকী ভট্টাচার্য্য, শ্রী মোহন মিত্র (মিহির), শ্রীমতি বেবী বসাক, শ্রী সুদীপ ঘোষ, শ্রী অনিমেষ কর (টিংকু), শ্রী দেবাশীষ দেবনাথ (শুভ্র) , শ্রী চপল কুমার দেব, শ্রী শংকর কুমার দে, শ্রী কাঞ্চন চক্রবর্তী, শ্রী সুদীপ্ত পুরকায়স্থ, শ্রী গৌতম মিত্র, শ্রী হরেন্দ্র বিশ্বাস, শ্রী বাদল চন্দ্র সাহা, শ্রী মানু সিংহ, শ্রী সুশান রায়, শ্রীমতি রত্না সাহা, শ্রী কাজল দাস ও শ্রী নিলক দত্ত। অচিরেই একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হবে বলে সভায় জানানো হয়।বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান শ্রী মলয় কান্তি বর্মনের সভাপতিত্বে ও বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শ্রী রতন কুমার মজুমদারের পরিচালনায় বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মন্দিরের পুরোহিত শ্রী রীতিশ চক্রবর্তী শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়া সভায় করোনা মহামারী সহ নানা রকম প্রতিকূলতা সত্ত্বেও বিগত বছরগুলোতে সুষ্ঠুভাবে মন্দিরের কার্যক্রম চালিয়ে নেয়ার জন্যে মন্দিরের পুরোহিত, কমিটির সদস্য, স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ী সকলের প্রতি ধন্যবাদ জানানো হয়। বিদায়ী কমিটির পক্ষে শ্রী রতন কুমার মজুমদার বিগত বছরগুলোতে মন্দির কার্যক্রমে অর্থ, শ্রম, সময় ও পরামর্শ দিয়ে সহযোগিতা প্রদানকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
সভায় নবগঠিত কমিটি মন্দিরের প্রতিটি কার্যক্রমকে আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে সকলের আন্তরিক অংশগ্রহন ও সর্বাত্মক সহযোগিতা কামনা করে। উল্লেখ্য, এবছর এপ্রিলে অনুষ্ঠিতব্য বাংলা নববর্ষ উৎসব আয়োজন ও ব্যবস্থাপনার মধ্য দিয়ে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।