মন্ট্রিয়লে আজ গণ মিছিল ও প্রতিবাদ সভা
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ প্রাণের উৎসব শারদীয় দুর্গা পূজার সময় কুমিল্লা শহরের নানুয়ার দীঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার কথিত ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর উপর হামলা, নির্যাতন, হত্যা, ধর্ষণ, ধর্মীয় উপসানালয় মন্দিরে, বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে এমন কি হিন্দু সম্প্রদায়ের গ্রামের পর গ্রাম অগ্নিসংযোগ, লুটপাটসহ সন্ত্রাসের বিরুদ্ধে মন্ট্রিয়লে এক বিশাল গণ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
আজ দুপর ১২টায় মন্ট্রিয়লের ডাউন টাউনের এটওয়াটার মেট্রো সংলগ্ন পার্কের সামনে থেকে শুরু হবে শান্তিপূর্ণ পদযাত্রা।
আবহাওয়া সূর্যস্নাত থাকলেও মাত্র ৪ ডিগ্রী সেলসিয়াস থাকবে ফলে সবাইকে প্রয়োজনীয় গরম কাপড় সঙ্গে রাখলে ভালো হবে।
শান্তিপূর্ণ পদযাত্রা ও সভাতে হিন্দু সম্প্রদায়ছাড়াও বিভিন্ন ধর্ম-বর্নের এবং বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ, মুক্তমনা এবং অসাম্প্রদায়িক চেতনার পক্ষের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে ধারনা করা হচ্ছে।
ইতোমধ্যে রকমারি ব্যানার, ফেস্টুন, ফ্লায়ার, নির্ধারিত শ্লোগান, সেচ্ছাসেবকসহ সব সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বাংলাদেশ হিন্দু কমিউনিটি অব মন্ট্রিয়লের নেতৃবৃন্দ সিবিএনএ২৪ কে জানিয়েছেন। এ বছর নতুন প্রজন্মের উপস্থিতি উল্ল্যেখযোগ্য হবে বলে আশা করা যাচ্ছে।সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান