মমতাকে শেখ হাসিনার চিঠি!
পশ্চিমবঙ্গের হাওড়া শহরে অস্থায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় “নবান্নে” চিঠিটি এসে পৌঁছেছে মঙ্গলবার সন্ধ্যায়। চিঠিটির প্রেরক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাপক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে প্রিয় বোন সম্বোধন করে লিখেছেন – একবার বাংলাদেশে আসুন। দেখে যান নব নির্মিত পদ্মা সেতু। তিনি মমতাকে তাঁর সময় সুযোগ অনুযায়ী বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন। সেই সময় মমতার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন শেখ হাসিনা। যদিও হাসিনার ভারত সফরের সূচি এখনও নির্দিষ্ট হয়নি। তিনি কলকাতায় আসবেন কিনা তাও নির্দিষ্ট নয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দোপাধ্যায় এর আন্তরিক সম্পর্কের কথা সুবিদিত। দুজনের মধ্যে যে কোনও উৎসব অনুষ্ঠানে উপহার বিনিময় হয়। নিয়মিত শেখ হাসিনা আম ও ইলিশ পাঠান মমতাকে। মমতাও পাঠান মরশুমি ফল ও পুজোর কাপড়।
সূত্রঃ মানব জমিন
এফএইচ/বিডি
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান