বিশ্ব

মসজিদে বন্দুক হামলার ঘটনায় ২১ বছর জেল

হামলাকারী ফিলিপ মানশাউস।

আজ বৃহস্পতিবার স্যান্ডভিকার আস্কার বেরুম জেলা আদালতে বিচারক আনিকা লিন্ডস্ট্রোয়েম এ রায় দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপ মানশাউস মুসলিম ও অভিবাসী বিদ্বেষী ছিলেন। জোহান ঝাঞ্জিয়া ইহলে-হানসেন নামে চীনা বংশোদ্ভূত একটি মেয়েকে তার সৎ মা দত্তক নিয়েছিল। মানশাউস তাকে হত্যা করেন এবং মুসলিমদেরকে হত্যার জন্য আল-নূর ইসলামিক সেন্টারের মসজিদে গিয়ে এলোপাথাড়ি গুলি চালান। এ সময় ৬৫ বছর বয়সী এক মুসল্লি তার হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেন।

মানশাউসের ওই বন্দুক হামলায় মসজিদে কেউ নিহত না হলেও এই হামলাকে নিউজিল্যান্ডের মসজিদের হামলার সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ নিউজিল্যান্ডের হামলাকারী ব্রেনটন ট্যারেন্ট যেভাবে হেলমেট পরে ক্যামেরা নিয়ে লাইভে গিয়ে গুলি চালিয়েছিলেন ঠিক একইভাবে ক্যামেরায় ভিডিও ধারণ করে হামলা চালিয়েছেন ফিলিপ মানশাউস।

প্রসঙ্গত, এর আগে ২০১১ সালে নরওয়েতে গুলি চালিয়ে ৭৭ জন মুসলিমকে হত্যা করেছিলেন আন্ডার্স বেরিং নামে এক মুসলিম বিদ্বেষী। সূত্রঃ আমাদের সময়

 

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন