সাহিত্য ও কবিতা

মহীয়সী উমা রাণী দাস ।।।। বিশ্বজিৎ মানিক


মহীয়সী উমা রাণী দাস
-বিশ্বজিৎ মানিক

দশ জুন বুধবার – দুই হাজার বিশ
হাজার উর্ধ্ব প্রাণ নিলো – কোভিড ঊনিশ।

আজ পর্যন্ত মৃতের সংখ্যা – এক হাজার বারো
সঠিক ভাবে গুনা হলে – পাওয়া যেতো আরো।

আক্রান্ত হয়েছে লোক – প্রায় পঁচাত্তর হাজার
ভয়ে ভীত হয়ে কেহ – যাচ্ছে না বাজার।

আক্রান্তের দিক থেকে – দেশের ক্রমিক ঊনিশ
সিরিয়াল মৃত্যু সংখ্যায় – হয়ে গেছে ত্রিশ।

করোনার করাল গ্রাস – দিন দিন বাড়ে
দেশে দেশে প্রতিদিন – কতো মানুষ মরে।

আক্রান্তে মরণে বিশ্বে – যুক্তরাষ্ট্র প্রধান
কোনভাবেই পারছেনা – পেতে পরিত্রাণ।

সারাবিশ্বে যতো দেশ – আছে প্রভাবশালী
করোনার উপসর্গে আজ – সবাই ধরাশায়ী।

আমাদের দেশেও হচ্ছে – অবনতি প্রচুর
বিপদকালে রক্ষাকর্তা – একমাত্র ঠাকুর।

করোনার কারণে মানুষ – হচ্ছে উদাসীন
সামাজিক কর্তব্যকাজে – ভাবলেশহীন।

বাংলাদেশে ঘটে যাওয়া – সাম্প্রতিক ঘটনা
দিয়েছে প্রাণে আঘাত – অনন্ত বেদনা।

ময়মনসিংহে মারা গেলেন – ডাক্তার দেবাশীষ
স্ত্রী তাঁর বিচারক – উমা রাণী দাস।

প্রাণঘাতী মহামারী – মৃত্যুর কারণ
সৎকারে আসেনি কোন – আত্মীয় স্বজন।

জীবন্ত মানুষটির – ছিলো কতো কদর
নিমেষেই চলে গেল – সকলের আদর।

জনাকয়েক মুসলমান – সমাজকর্মী মিলে
লাশ তার শ্মশানের – চিতায় তুলে।

বিচারক স্ত্রী, উমা রাণী – মুখাগ্নি করে
শিশুপুত্র আছে এক – আসে রেখে ঘরে।

শ্মশানে পুড়ছে যখন – তাঁর স্বামীর লাশ
একা একাই কাঁদছিলেন – উমা রাণী দাস।

সৃষ্টির সেরা জীব – পরিচয়  মানুষ
তবে কেন মাঝে মাঝে – হই অমানুষ?

এখন যুবক যারা – হলে আগুয়ান
সামাজিক সমস্যাগুলোর – হতো সমাধান।

১১/০৬/২০২০ খ্রিস্টাব্দ।

 

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন