দেশের সংবাদ

মাকে বাঁচাতে বাচ্চা হাতির কান্না

মাকে বাঁচাতে বাচ্চা হাতির কান্না
সংগৃহীত ছবি

কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁওর গহীন অরণ্যে একটি মৃত মা হাতির সন্ধান পেয়েছে বন বিভাগ। ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিটের জঙ্গল খুটাখালী মৌজার কাইস্যার ঘোনা এলাকায় শনিবার বিকেলে এই মৃত হাতির সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, নিয়মিত টহল দল ও প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা ঘটনাস্থলে ছুটে যান।

গিয়ে দেখেন মৃত মায়ের পাশে বাচ্চা হাতি বার বার শুয়ে পড়ছে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। বার বার চিৎকার করে কান্না করছে। মাকে উঠানোর জন্য বার বার এদিক-সেদিন দৌড়াদৌড়ি করছে শাবকটি। মায়ের কোনো সাড়া-শব্দ না পেয়ে চোখ-মুখ স্পর্শ করছিল বার বার। মায়ের প্রতি অবুঝ হাতি শাবকের ভালোবাসার দৃশ্য দেখে সবার চোখ পানিতে ভিজে যায়।

আরও পড়ুনঃ যুদ্ধ শুরু রকেট হামলা আহত ৬

এলাকাবাসী জানান, মা হাতিটির দেহে বেশ কয়েকটি গুলির চিহ্নের মত দাগ রয়েছে। তাদের ধারণা কে বা কারা কয়েকদিন আগে মা-হাতিটিকে হয়তো গুলি করেছিল। এরপর চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, মৃত হাতিটি ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানতে পারব।

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com 

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 10 =