মাস্ক না পরায় জরিমানা গুণলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী
সিডনিতে লকডাউন চলাকালে মাস্ক না পরে জনসম্মুখে বের হওয়ায় অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবোটকে ৫০০ ডলার জরিমানা গুণতে হয়েছে। ঘটনার ছবি সংগ্রহ করেন একজন প্রত্যক্ষদর্শী, যা তিনি নেটমাধ্যমে শেয়ার করেছেন। খবর ডেইলি মেইল অনলাইনের।
ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে। সিডনির মেনলিতে একটি সৈকতে মাস্কবিহীন দাঁড়িয়ে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন অ্যাবোট। এক ব্যক্তি তাদের এ অবস্থায় দেখাতে পান এবং পুলিশকে বিষয়টি অবগত করেন। পুলিশ এসে তদন্ত চালায় এবং অস্ট্রেলিয়ার সাবেক এ প্রধানমন্ত্রীকে জরিমানা করে।
শুক্রবার জরিমানার ওই অর্থ পরিশোধ করেছেন টনি অ্যাবোট। নিউ সাউল ওয়েলস অঙ্গরাজ্যের পুলিশ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, মাস্ক না পরার কারণে ৬৩ বছরের এক ব্যক্তি (অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবোট) ৫০০ ডলার জরিমানা দিয়েছেন।
সিডনিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কড়াকড়ি চলছে। তবে সেখানে সমুদ্র সৈকতে লোকজনকে হাঁটাচলা বা ঘুরাফেরার সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে মাস্ত বাধ্যতামূলক করা হয়েছে।
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান