বিশ্ব

সড়ক দুর্ঘটনায় ‘মিস পাকিস্তান’ নিহত

মিস পাকিস্তান
দুর্ঘটনায় নিহত হন ‘মিস পাকিস্তান ২০১২’ জানিভ নাভিদ। (সংগৃহীত ছবি)

সড়ক দুর্ঘটনায় ‘মিস পাকিস্তান ২০১২’ জানিভ নাভিদ নিহত হয়েছেন। গত ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেরিল্যান্ডের কলেজ পার্ক রোডে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে তার গাড়িটি এ দুর্ঘটনার কবলে পড়ে।জানা গেছে, গত ১ ডিসেম্বর নিজের মার্সিডিজ গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ‘মিস পাকিস্তান ২০১২’। হঠাৎ মোড় ঘুরতেই দুর্ঘটনার শিকার হন তিনি। ফুটপাতের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় তার গাড়ি। তাতেই জীবনপ্রদীপ নিভে যায় ৩২ বছর বয়সী এ সুন্দরীর। ৪ ডিসেম্বর (বুধবার) তার দাফন সম্পন্ন হয়েছে। ‘ডেইলি মেইল’-এর অনলাইন সংস্করণ থেকে এই খবর জানা গেছে।

ঘটনাস্থলেই গাড়ি থেকে ছিটকে পড়ে মারা যান দশম ‘মিস পাকিস্তান’ জানিভ নাভিদ। দ্রুত তাকে কাছের একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় আর কেউ গাড়িতে ছিলেন না। ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, জানিভ নাভিদ মাদকাসক্ত ছিলেন না।জানিভ নাভিদ ১৯৮৭ সালের ১৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করলেও তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্কের পোমোনাতে বাস করতেন। নিউইয়র্কের পেস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১২ সালে কানাডার টরন্টোতে তাকে ‘মিস পাকিস্তান ওয়ার্ল্ড’ খেতাব দেওয়া হয়। একই বছর তিনি ‘মিস আর্থ ২০১২’ বিজয়ী হন। মৃত্যুকালে জানিভ নাভিদ বাবা, মা, স্বামী আর দুই ভাই রেখে গেছেন।
‘মিস পাকিস্তান ওয়ার্ল্ড’ আয়োজনের সভাপতি সোনিয়া আহমেদ এই মৃত্যুর ঘটনাকে ‘দুঃখজনক’ আর ‘মর্মান্তিক’ উল্লেখ করে ‘পিপল ম্যাগাজিন’কে বলেছেন, ‘আমরা নাভিদকে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য দারুণ প্ল্যাটফর্ম দিয়েছিলাম। তার মৃত্যুর সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত।’
উল্লেখ্য, প্রাথমিকভাবে জানিভ নাভিদের মৃত্যুর সংবাদ গোপন রাখা হয়। দাফন সম্পন্ন হওয়ার পর তার মৃত্যুর খবর আন্তর্জাতিক মিডিয়ায় আসে।looking-for-a-job


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eleven =