ফিচার্ড সাহিত্য ও কবিতা

মেঘ ও বৃষ্টি / বিপ্লব ঘোষ

মেঘ-ও-বৃষ্টি

মেঘ ও বৃষ্টি / বিপ্লব ঘোষ

মেঘ পিয়োনের চিঠি আসে 

কিছু পরে সীমান্তের পাশে 
অল্প মেঘ মেখে বসে থাকি।
 
আবার আসবে মেঘ  বৃষ্টি 
নতুন করে ঝরবে জল 
সে তো পুরোন হবার নয়  
আসে যায়  মানুষের দল ।
 
ক্ষমা 
 
তুমি ছিলে নয়ন সম্মুখে 
কেন যে সেদিন দেখি নাই ! 
এমোনি অন্ধ ছিলাম হায় 
আকাশের তারা দেখে যাই ।
 
আজ সূর্য ডুবছে ওপারে  
তোমাক দেখছি আলো হয়ে 
খেলছ খেলা বেলা অবেলা 
তবু নিশব্দে নীরব হয়ে ।
 
এই বুঝি অন্ধ ভালবাসা ! 
আজ চরাচর জুড়ে আলো  
কিছুই বলোনি কোনোই আশা 
আকাশ বলে বেসেছো ভাল ।
 
আজ তাই আকাশের কাছে 
জানু পেতে রয়েছি যে বসে  
ক্ষমা চাই এই অপরাধে  
প্রেম ক্ষমা করে সব দোষে ।
মানসিক হাসপাতালে 
 
ছেলেটি ঘুরে ঘুরে চেয়ারে বসে,উঠে 
পৃথিবীর সব চিন্তা তার 
একটা মোবাইল বার করে দেখেই পকেটে 
জানিনা সেটা কাজের কিনা 
বাড়ির লোক খাবার দিলো  
তখন স্বাভাবিক লাগে 
খিদের সময় খাবার শ্রেষ্ট ওষুধ 
হেলমেট নিয়ে সে পায়চারি করে ।
 
আরেকটা ছেলে ভিতর থেকে এলো  
তার মাসি খাবার এনেছে 
জড়িয়ে ধরে মাসি বলে আনন্দে চিৎকার 
মা দেখছে,মা কবে বাড়ি যাবো? 
মিথ্যে করে বলে,তোর বাবা এসে নিয়ে যাবে 
সে খাবার নিয়ে মাথা দুলিয়ে চলে গেল ।
 
আমি রোজ তিন ঘন্টা ধরে দেখি 
অনেক সময় ঠিক বুঝতে পারি না 
আসল নকল ভুল করি  
এতো মানুষ দেখি পথে প্রাণ্তরে 

কে জানে কে কোন খেয়ালে আছে !




এসএ/সিএ
সংবাদটি শেয়ার করুন